মহানগর ডেস্কঃ চলতি বছরের ডিসেম্বর মাসেই মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তখনই নবান্নে বৈঠক হতে পারে অমিত-মমতার। গত ৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক সেই সময় স্থগিত রাখা হয়।
পূর্বাঞ্চলীয় পরিষদের ওই বৈঠক করতেই কলকাতায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী – স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক হতে পারে রাজ্য সরকারেরই ঠিক করা কোনও জায়গায়। সেক্ষেত্রে নবান্নের পাশে থাকা সভাগৃহেই এমন বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। ওই বৈঠকে যোগ দিতে পারেন পূর্বাঞ্চলীয় রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীও। তবে গোটা বিষয়টাই নির্ভর করবে স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তের উপর। শাহের ব্যস্ত কর্মসূচী নির্ধারণ করে এখনই রাজ্য প্রশাসনকে চূড়ান্ত সবুজ সংকেত দেওয়া হয়নি। তাই রাজ্য প্রশাসনের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কিছুই জানানো হয়নি।
গত ৫ নভেম্বর ইস্টার্ন জোনাল কাউন্সিলের নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতা আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেবার জানানো হয়, অমিত শাহের কিছু জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি নিরাপত্তা বিষয়ক বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। ফলত আপাতত স্থগিত রাখা হয়েছিল সেই বৈঠক। সেই বৈঠকই হতে চলেছে ১৭ ডিসেম্বর।
রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে অমিত শাহর সফর প্রসঙ্গে কিছুই তারা জানেন না। বঙ্গ বিজেপির তরফে জানানো হয়েছে, বাংলায় এলে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি দলকেও কিছুটা সময় দেবেন অমিত শাহ।