মহানগর ডেস্ক : বাংলার গোবিন্দভোগ চালের কদর দেশে – বিদেশে | ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই চাল রপ্তানি করা হয় | তাতেই লাভের মুখ দেখেন বাংলার কৃষকরা | সেই গোবিন্দভোগ চালেই সেপ্টেম্বরে ২০ শতাংশ কাস্টম ডিউটি বসানো হয়েছে | ফলত ক্ষতির মুখে পড়েছে গোবিন্দভোগ চালের রফতানি |
এই শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
‘দুর্ভাগ্যবশত আট সেপ্টেম্বর ২০২২ থেকে গোবিন্দভোগ চালে ২০ শতাংশ কাস্টমস ডিউটি বসানো হয়েছে। এর ফলে দীর্ঘদিনের চেষ্টায় যে রফতানি ব্যবসা তৈরি হয়েছিল তা সমস্যায় পড়ছে।’
পাশাপাশি মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে জানিয়েছেন, এতে আদতে ক্ষতির মুখে পড়ছেন বাংলার কৃষকরা। সুগন্ধী বাসমতি চাল ২০ শতাংশ কাউস্টম ডিউটির আওতায় পড়ে না। সেই একই যুক্তিতে বাংলার গোবিন্দভোগ চালেও কাস্টমস ডিউটি প্রত্যহারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর মতে, এই শুল্ক প্রত্যাহার হলে বাংলার কৃষকদের সুবিধা হবে। কাজেই গোবিন্দভোগ চালের ব্যবসায় ক্ষতি রুখতে এবং কৃষকদের স্বার্থে অবিলম্বে ২০ শতাংশ কাস্টমস ডিউটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন| এই বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দিতে অনুরোধও করেন তিনি |