মহানগর ডেস্কঃ ১ নভেম্বর থেকে রাজ্যে চালু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচী। রাজ্যজুড়ে একাধিক শিবিরের আয়োজন করা হয়েছিল। এই ক্যাম্পগুলি থেকে সরকারি পরিষেবার জন্য আবেদনের সুযোগ পাচ্ছিলেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। তবে রাজ্য সরকারের তরফে এবার বৃদ্ধি করা হল সেই মেয়াদ। একটি নির্দেশিকা জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে, দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপকভাবে সাড়া পাওয়া গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন।
রাজ্যবাসী নিকটবর্তী ক্যম্পের হদিশ পাওয়ার জন্য http://ds.wb.gov.in এ ক্লিক করতে পারেন। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদম করার জন্য ক্যাম্পগুলি থেকে বিনামূল্যে পাওয়া যাবে ফর্ম। সাধারণ মানুষের সমস্যা হলে তৎক্ষণাৎ জানানোর জন্য টোল ফ্রি নম্বর ১০৭০/২২১৪-৩৫২৬-এ ফোন করে চাওয়া যাবে সাহায্য।
আবেদনকারীদের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা থাকছে নতুন অ্যাকাউন্ট খোলারও। একইসঙ্গে মিউটেশন ও জমি রেকর্ডের ভুল সংশোধন, স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন সহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার থেকে। আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো বাধ্যতামূলক।
খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড , জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু,জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণিসম্পদ দফতরের কিসান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীরগুলির ক্রেডিট লিঙ্ক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন প্রকল্পগুলির জন্য দুয়ারে সরকারে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ যাতে দুয়ারে সরকারের পরিষেবা আরও পেতে পারেন সেজন্য এবার এই উদ্যোগের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে হলে জানা গিয়েছে।