Home Featured MAMATA BANARJEE: বিধানসভা অধিবেশনে বাবুলকে থামিয়ে সব প্রশ্নের উত্তর দিলেন মমতা

MAMATA BANARJEE: বিধানসভা অধিবেশনে বাবুলকে থামিয়ে সব প্রশ্নের উত্তর দিলেন মমতা

by Arpita Sardar
mamata banarjee, babul supriyo, bishal lama, west bengal tourism, west bengal legislative assembly, question answer session

মহানগর ডেস্কঃ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ শাসক দলের বিধায়ক আব্দুল করিম চৌধুরি। তবে সেসব বিতর্কে জল ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনে নিয়মিত উপস্থিত থাকছেন। শুধু উপস্থিত থাকাই নয়। বিরোধী দলের বিধায়কদের কথা বলতে দেওয়া আবার কখনও বিধায়কদের প্রতি বিরোধীদের দিক থেকে ধেয়ে আসা প্রশ্নের উত্তর একাই সামলে নিতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থাকল বিধানসভার অধিবেশন কক্ষ। পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র দিকে ধেয়ে আসা প্রশ্নের উত্তর তিনি নিখুঁত ভাবে সামলে নিলেন।

বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক বিশাল লামা আলিপুরদুয়ারের বক্সা ফোরট ঘিরে রাজ্যের পর্যটন পরিকল্পনা নিয়ে তোলেন প্রশ্ন। সেখানে রোপ ওয়ে তৈরি করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক। বাবুল সুপ্রিয় উত্তর দিতে শুরু করলে তাঁকে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, পর্যটন মন্ত্রী এখনও বাংলার সবটা জানেন না। তাই তিনিই উত্তর দিয়ে দেন।

বিধায়ক বিশাল লামার প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রোপওয়ে পুরোপুরি সুরক্ষিত হলে তবেই করা হবে। কারণ অনেক জায়গাতেই রোপওয়ে ছিঁড়ে গিয়ে মানুষের মৃত্যু হয়েছে। মানুষের জীবন সব থেকে গুরুত্বপূর্ণ বলেই সব দিক ভেবে এগোতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে পর্যটনের জন্য তৃণমূল সরকারের ভূমিকা কী তারও বিশদ বিবরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শুধু উত্তরবঙ্গ উন্নয়নের তথ্যই তিনি দেননি। একইসঙ্গে বাঁকুড়া, হুগলি ইত্যাদি জেলার পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন করতে রাজ্য সরকারের ভূমিকা কী কী তাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাবুল সুপ্রিয়কে থামিয়ে দিয়ে তাঁর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। তাহলে কি একসময়ের কেন্দ্রীয় মন্ত্রীত্ব সামলে আসা বাবুল সুপ্রিয়র উত্তরে সত্যিই সন্তুষ্ট হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়? খোদ মন্ত্রীই যদি এখনও বাংলার বিষয়টা না জানেন তাহলে কে জানবেন? এই নিয়েই রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

You may also like