Home Featured MAMATA BANARJEE : সময়মত পৌঁছয়নি শীতবস্ত্র, ভাষণ থামিয়ে মঞ্চে বসে থাকলেন মুখ্যমন্ত্রী

MAMATA BANARJEE : সময়মত পৌঁছয়নি শীতবস্ত্র, ভাষণ থামিয়ে মঞ্চে বসে থাকলেন মুখ্যমন্ত্রী

by Arpita Sardar
north 24 pargana, hingalgunge, winter dress, stopped speech

মহানগর ডেস্কঃ উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা ছিল শীতবস্ত্র প্রদান করা হবে হিঙ্গলগঞ্জের দুঃস্থ মানুষজনকে। এদিকে সময়মত পৌঁছল না সেই শীতবস্ত্র। ক্ষোভ প্রকাশ করে বক্তৃতা থামিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীতবস্ত্র পৌঁছনোর পরে জেলাশাসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি।

মঙ্গলবার বনবিবি মন্দিরে পুজো দিয়ে হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সভার জন্য সরকারি তরফে কেনা হয়েছে ১৫০০০ শীতবস্ত্র। এর মধ্যে ৫০০০ কম্বল। সেগুলি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতড়ন করতে চান মমতা। এদিকে মুখ্যমন্ত্রী চাইতেই দেখা যায় সেই শীতবস্ত্রগুলি মঞ্চে নিয়ে আসাই হয়নি। বিডিও অফিসেই সেগুলি রেখে দেওয়া হয়। এরপরেই ক্ষোভপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এখানে আসবেন বলে গত তিনদিন ধরে এই পোশাকগুলি তিনি কিনেছেন। কিছুজনের হাতে তিনি এই পোশাক তুলে দিতে পারতেন বলে আক্ষেপও করেন।

এরপরে সভার মঞ্চ থেকেই সাধারণ মানুষের উদ্দেশে বলেন, যতক্ষণ না শীতবস্ত্র আসছে ততক্ষণ তিনি মঞ্চেই বসে থাকবেন। মাঝপথেই ভাষণ থামিয়ে দেন তিনি। জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনার থেকে এটা আশা করিনি’। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যদি বিডিও এবং আই সি-রা ঠিকমত কাজ না করেন তাহলে রাজ্য সরকারের তরফে অ্যাকশন নেওয়া হবে। এরপরে মঞ্চেই বেশ কিছুক্ষণ বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বেশ কিছুক্ষণ পরেই অবশ্য শীতবস্ত্রগুলি মঞ্চে এসে পৌঁছয়। কয়েকজনের হাতে সেই শীতবস্ত্র তুলেও দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

You may also like