Home Latest News MAMATA BANARJEE: মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরে পর্যটকদের বুকিং বাতিল, বাতিলে থাকছে বিশেষ ছাড়

MAMATA BANARJEE: মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরে পর্যটকদের বুকিং বাতিল, বাতিলে থাকছে বিশেষ ছাড়

by Arpita Sardar
jhargram, mamata banarjee, tourist booking cancel, tourism deparyment

মহানগর ডেস্কঃ রাজ্যে সরকার গঠনের পরে তৃতীয়বারের জন্য ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই ঝটিতি সফর। মুখ্যমন্ত্রীর এই ঝটিতি সফরের কারণে সরকারি অতিথিশালা থেকে একাধিক পর্যটকদের বুকিং বাতিল করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে এলে থাকেন রাজবাড়ির টুরিস্ট কমপ্লেক্সে। নিরাপত্তার খাতিরে ওই সময়ে অন্য কোনও ব্যক্তি সেই সময়ে ওই কমপ্লেক্সে থাকার কোনও অনুমতি নেই। ফলত ১৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামে উপস্থিত হওয়ার দিনই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ঝাড়গ্রামের রাজবাড়ি। মঙ্গলবার ঝাড়গ্রামে কাটিয়ে বুধবার কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। তাই ওই সময়ে অগ্রিম বুকিং করে রাখা পর্যটকদের বুকিং বাতিল করা হয়েছে। নিয়ম মেনেই বুকিংয়ের পুরো টাকা দেওয়া হয়েছে ফেরত। আচমকা বুকিং বাতিল করায় পর্যটকদের বিশেষ সুযোগও দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন।

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের আধিকারিক জানিয়েছেন, বাতিল হওয়া পর্যটকদের পরবর্তীকালে সফর পরিকল্পনায় দুটি বিশেষ সুযোগ দেওয়া হবে। প্রথমটি হল, দুদিন ঝাড়গ্রাম সফরের জন্য যারা এডভান্স বুকিং করেছিলেন তাঁরা আগামী ছ’ মাসের মধ্যে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে একদিন বিনা ভাড়ায় থাকতে পারবেন। অথবা দুই দিনের জন্য ঘর বুক করলে ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবেন। তবে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।

যেহেতু প্রশাসনিক কারণে সরকারি গেস্ট হাউস বা টুরিস্ট স্পটের বুকিং বাতিল হয় তখন ছ মাস বা তিন মাসের মধ্যে ওই অতিথিদের ফের বুকিংয়ের সুযোগ করে দেওয়া হয় সেহেতু এক্ষেত্রেও একই নিয়ম জারি। এক্ষেত্রেও ক্যনসেল করার নথি পেশ করা বাধ্যতামূলক।

You may also like