মহানগর ডেস্কঃ চলতি মাসের ১৫ তারিখ বিরসা মুন্ডার জন্মদিন। সেই উপলক্ষ্যেই ঝাড়গ্রামে ঝটিকা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বিরসা মুন্ডাকে সম্মান জানাতেই তিনি একদিনের সফরে ঝাড়গ্রামে যাবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিনপুর ২ ব্লকের বেলপাহাড়িতে একটি সরকারি সভাও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ের একটি বৈঠক হয়। সেখানেই বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সরকারি সভার বিষয়টি ঠিক হয়। সেখানে বিরসা মুন্ডার জন্মদিন পালন করা হবে বলে খবর। তবে জন্মদিন উপলক্ষ্যে ঝাড়গ্রাম সফর হলেও সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার সম্ভাবনাও রয়েছে বলে নবান্ন সূত্রের খবর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঝাড়গ্রামের সফরকে প্রশাসনিক যাত্রা বলতে নারাজ রাজনীতিবিদেরা। রাজনীতিবিদরা মনে করছেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপরেই রয়েছে ২০২৪ এর লোকসভা ভোট। সেইদিকে নজর রেখেই মুখ্যমন্ত্রীর এই সফর, মনে করছে রাজনৈতিক মহল। তাই এই সফরকে রাজনৈতিক সফরের আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে আদিবাসী মহলের ভোট গেছিল গেরুয়া শিবিরে। তবে ২০২১ সালে সেই ছবিটা বদলে গেছিল। বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল রাজ্যের শাসকদলের ভাণ্ডারে। তবে এবার আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুরমুকে রাষ্ট্রপতি পদে বসানোয় ফের গেরুয়া শিবির তাদের দিকে ভোট ব্যঙ্ককে টেনে নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সম্ভাবনাকে বাস্তবায়িত না হতে দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে।
১৫ নভেম্বর বিরসা মুন্ডার শ্রদ্ধা প্রদর্শন এবং বেলপাহাড়ির সভার পরে ওইদিনই কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানানো হয়েছে নবান্ন সূত্রের খবর।