Home Top Stories Mamata Banerjee: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, দুই গ্রামে পৌঁছে দিলেন জল, আপ্লুত গ্রামবাসীরা

Mamata Banerjee: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, দুই গ্রামে পৌঁছে দিলেন জল, আপ্লুত গ্রামবাসীরা

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাছ থেকে পেয়ে জানিয়েছিলেন জলের সমস্যার কথা। আর অভিযোগ জানানোর ২৪ ঘন্টাও পেরোলো না ২ গ্রামে পৌঁছে গেল জলের কল। যা পেয়ে অত্যন্ত খুশি গ্রামবাসীরা।

মঙ্গলবার বেলপাহাড়ির সাহারি থেকে সভা থেকে ঝাড়গ্রাম ফেরার পথে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে ঘিরে ধরেন। তাঁর কাছে পানীয় জলের সমস‌্যার কথা জানিয়ে অভিযোগ করেন। এরপরই বুধবার বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে দু’টি গ্রামে যান। এলাকা পরিদর্শন করে দেখেন। সমস্ত কিছু দেখে তিনি তারপরই দু’টি গ্রামে পানীয় জলের ব্যবস্থা করে দেন। মুখ্যমন্ত্রীর কথা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দাবি পূরণ হওয়ায় অত্যন্ত খুশি গ্রামবাসীরা।

এ বিষয়ে কাঁকো গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজীব মুর্মু বলেন, ‘মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের কথা দিয়েছিলেন গ্রামে পানীয় জলের ব্যবস্থা করে দেবেন। সেই মতো এদিন বিধায়ক দেবনাথ হাঁসদা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিকদের নিয়ে গ্রাম পরিদর্শন করতে যান। তিনি আপাতত ব্যবস্থা করে দিয়েছেন। কয়েকদিনের মধ্যেই স্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা হয়ে যাবে ওই এলাকায়।’

এই বিষয়ে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, ‘কুড়চিবনি গ্রামে পাম্পটি সারিয়ে ক্ষমতা বাড়ানো হয়েছে। এখন ৭টি কলের মধ্যে ৬টি কল চালু হয়েছে। আর একটি কল বৃহস্পতিবারের মধ্যে চালু হয়ে যাবে। আর মালাবতীর বিশ্বাসপাড়া যেহেতু পাথুরে এলাকা তাই সেখানে ৭ দিনের মধ্যে নতুন পাম্প বসিয়ে স্থায়ী পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে। তবে বুধবার থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে।’

You may also like