Home Kolkata Mamata Banerjee: ‘সরকারি আমলাদের আইফোন ব্যবহার আবশ্যিক’, ঘোষণা নবান্নের

Mamata Banerjee: ‘সরকারি আমলাদের আইফোন ব্যবহার আবশ্যিক’, ঘোষণা নবান্নের

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: দেশের প্রথম সারির নেতাদের ফোনে আড়িপাতা নিয়ে বেশ কয়েক মাস আগে উত্তাল হয়েছিল রাজনীতি। এবার রাজ্য সরকারের তরফ থেকে এই আড়িপাতার কাজ রুখতে নবান্নের উচ্চপদস্থ আমলাদের আইফোন ব্যবহার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নবান্ন সূত্রে খবর, মূলত অ্যান্ড্রয়েড কিংবা অন্যান্য সফটওয়্যার দ্বারা পরিচালিত ফোনগুলিতে পেগাসাসের সাহায্যে অতি সহজেই আড়িপাতা সম্ভব হচ্ছে। যার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর মত নেতাদের কল রেকর্ড ভাইরাল হয়েছিল। আর এখনও সেই আড়িপাতার কাজ চলছে বলেই আশঙ্কা প্রকাশ করছে নবান্ন। আর তার জন্যই সরকারি উচ্চপদস্থ আমলাদের আইফোন ব্যবহারের নির্দেশ।

যদিও নবান্নের উচ্চপদস্থ বেশিরভাগ আমলাদেরই আইফোন রয়েছে। তাঁরা মূলত দুটি ফোন ব্যবহার করে থাকেন। একটি অ্যান্ড্রয়েড আর একটি আইফোন। তাঁদের সরকারি কাজকর্ম এবং তথ্য সংগ্রহের জন্য অ্যান্ড্রয়েডের পরিবর্তে আইফোন ব্যবহারের উপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে কোনও দরকারি ফোন এবং ফাইলপত্র আদান-প্রদানের কাজ আইফোন ছাড়া যেন করা না হয়।

You may also like