Home Featured Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, গাইলেন রবীন্দ্র সংগীত

Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, গাইলেন রবীন্দ্র সংগীত

by Anamika Nandi
Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, গাইলেন রবীন্দ্র সংগীত

মহানগর ডেস্ক: ৪ দিনের পাহাড় সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাহাড়ে উন্নয়ন ও শান্তির বার্তা দিয়ে ঘুরে দেখলেন সেখানকার কফি হাউস। তাঁর কথায়, দার্জিলিং উৎসবের মত জায়গা। কেউ কাজে আসে অথবা কেউ বেড়াতে আসে। এটি এতটাই মনোরম একটি জায়গা যে কাজে এলেও, এখানকার চারিপাশ খুঁজে দেখার মত সময় আমরা বার করে নিই। কখনও হকারদের থেকে জিনিস কিনি, কখনও চায়ের দোকানে বসে চা খাই। উত্তরবঙ্গ সফরে গিয়ে সকলকে দার্জিলিং গেলে কফি হাউজ ঘুরে আসার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার জিটিএ’র শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে দার্জিলিংয়ের নতুন কফি হাউজে আড্ডা জমিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনিক বৈঠক, দলীয় সভায় ব্যস্ত থাকা মানুষটি অন্য মেজাজে ধরা দিয়েছেন সকলের সামনে। তাঁর বক্তব্য, “পাহাড়ে বাংলার স্বাদ, কলকাতার স্বাদ পেতে হলে আসতে হবে এই ‘কাফে হাউসে’।” এদিন নতুন কফি হাউজের উদ্বোধনে গিয়ে রবীন্দ্রসংগীত গেয়েছেন তিনি। এর আগে পাহাড় সফরে এসে দার্জিলিঙে ‘কাফে হাউস’ তৈরির প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি তৈরি করে দিয়েছিলেন থিম সংও।

সেইসঙ্গে তিনি বলেছিলেন, পাহাড়ে পর্যটক টানতে এই রুফটপ কাফে তৈরি হতেই পারে। কারণ ওই এলাকা থেকে স্পষ্ট দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। মাত্র তিন মাসের মধ্যেই তৈরি করা হয়েছে এই কাফেটি। এদিন সেখানে বসে চায়ে চুমুক দিয়ে রবীন্দ্র সংগীত ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে গলা মেলান বাঙালি অভিনেতা তথা গায়ক সাহেব চট্টোপাধ্যায়। এরপর গল্পে, গানে, আড্ডায় জমে ওঠে বৈঠক। ম্যালের ঠিক পেছনেই অবজার্ভেটারি হিল এলাকাতে তৈরি হয়েছে, এই সুন্দর কফি হাউসটি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কলকাতার কফি হাউজে মান্না দের গানের কথা মাথায় রেখেই দার্জিলিং-এ ক্যাফে তৈরির প্রস্তাব দিয়েছিলেন তিনি।

অন্যদিকে নতুন কফি হাউজ যাওয়ার আগে জিটিএ’র শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে পাহাড়ের যানজট, পানীয় জলের সমস্যার সমাধান থেকে কর্মসংস্থা নিয়ে একাধিক বড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় এক নতুন দার্জিলিং গড়ার স্বপ্ন দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, দার্জিলিং-কার্শিয়াংয়ে আইআইটি হাব তৈরীর পরিকল্পনা চলছে। পাহাড়ে যারা ফুটপাতে দোকান দেন তাদের জন্য তৈরি হবে বড় দোকান। ফলে কমবে যানজট। হর্টিকালচারের হাবও তৈরি হতে পারে দার্জিলিংয়ে। সেই সঙ্গে চা বাগানের ভিতর পর্যটকদের থাকার ব্যবস্থার পরিকল্পনা চলছে। পাশাপাশি তিনি বলেছেন, পাহাড়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রুখতে বিশেষ পরিকল্পনা করবে রাজ্য। তাছাড়াও এদিন আরও নানা বিষয়ের ঘোষণা করেছেন তিনি।

You may also like