মহানগর ডেস্ক: ইকোপার্কে শিল্পের বিজয়া সম্মেলনীর বড় সাফল্য। তাজপুর বন্দর তৈরি নথিপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হস্তান্তর করলেন আদানি গ্রুপের অন্যতম কর্ণধার তথা গৌতম আদানির (Gautam Adani) পুত্র কিরণ আদানির হাতে। অর্থাৎ বলা যায়, শিল্পপতি গৌতম আদানির গ্রুপই তৈরি করতে চলেছে তাজপুর বন্দর।
রাজ্য সরকারের তরফ থেকে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এর আগেই শিল্প সম্মেলনে সেই বন্দর তৈরির দায়ভার নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে দেখা গিয়েছিল শিল্পপতি গৌতম আদানিকে। তারপর আদানি গ্রুপের সঙ্গে নবান্নে বেশ কয়েকবার বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। পরে রাজ্য মন্ত্রিসভার সম্মতিতে আদানি গোষ্ঠীর হাতেই তুলে দেওয়া হয় বন্দর নির্মাণের দায়িত্ব।
আজ বুধবার কলকাতার ইকোপার্কে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন বেশ কিছু বড় বড় সংস্থার কর্ণধাররা এবং শিল্পপতিরাও। এদিন সকলের সামনে শশী পাঁজা সহ অন্যান্য বিশিষ্ট বিধায়ক ও মন্ত্রীদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিরণ আদানির হাতে তুলে দেন বন্দর তৈরির ফাইলপত্র।
প্রসঙ্গত, তাজপুর সমুদ্র বন্দর তৈরি হলে যেমন জলপথে বাণিজ্যের পথ প্রশস্ত হবে। ঠিক তেমনই কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এছাড়াও হলদিয়া বন্দরের উপর যে চাপ তৈরি হয়েছে, তাও খানিকটা কমবে। তাই তাজপুর বন্দর ঘিরে আশাবাদী গোটা রাজ্যবাসী।