Home Featured Mamata Banerjee: পাহাড় চলেছেন মুখ্যমন্ত্রী, ৩ দিনের সফরে থাকছে একাধিক কর্মসূচি

Mamata Banerjee: পাহাড় চলেছেন মুখ্যমন্ত্রী, ৩ দিনের সফরে থাকছে একাধিক কর্মসূচি

by Arpita Sardar

মহানগর ডেস্ক: কলকাতার বিজয়ী সম্মিলনী সেরে এবার এবার টানা তিনদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাই এই সফরে যাওয়ার কারণ কি? উত্তরবঙ্গে এবার বিজয়ী সম্মিলনী হবে নাকি প্রসাশনিক বৈঠকের কারণে। এই উত্তর খোঁজার প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করতে হয়। বিজয়া দশমীরতে মালবাজারে হরপা বানে ভেসে ৮ জনের মৃত্যুর ঘটনা। যদিও প্রশাসনিক কোনও গাফিলতি নয়, প্রকৃতির লীলা খেলায় ঘটেছিল দুর্ঘটনা। সেই বিপর্যয়ের পরই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে খবর, ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিনি উত্তরবঙ্গে থাকবেন। প্রথম দিন অর্থাৎ সোমবার জলপাইগুড়ির মালবাজারে পৌঁছে তিনি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন। যদিও ইতিমধ্যেই তিনি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেবার কথা ঘোষণা করেছেন। এরপর ১৮ অক্টোবর বৈঠকে করবেন মালবাজারে। তারপর ১৯ অক্টোরব শিলিগুড়িতে হবে বিজয়া সম্মিলনী। সব শেষে ২০ অক্টোবর তিনি কলকাতায় ফিরবেন বলে খবর।

প্রসঙ্গত, মাল নদীর ঘটনা নিয়ে নবান্ন আগেই রিপোর্ট চেয়েছিল। এবার সরেজমিনে নিজেই খতিয়ে দেখতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মালবাজার কাণ্ডে নদী বিশেষজ্ঞকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক। আর তাতেই বিজেপির তোলা নদীর গতিপথ পরিবর্তনের অভিযোগ মুখ থুবড়ে পড়েছে। কারণ পরিষ্কার ভাষায় প্রমাণ–সহ পেশ করা জেলাশাসকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে তুমুল বৃষ্টিতে জল বাড়তে থাকে মাল, নেল এবং নেওড়া নদীতে। এমনকি ওদলাবাড়িতে গিস নদীর জলে প্লাবিত হয় জাতীয় সড়ক। কিন্তু মাল নদীর ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি। পুরোটাই প্রকৃতির দানবীয় মার।

You may also like