মহানগর ডেস্ক: বছরের শেষে মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু দিল্লি নয়, যাবেন রাজস্থানেও। তারপর সেখান থেকে যাবেন উত্তর-পূর্বের মেঘালয়ে। ডিসেম্বর মাসের ঠাসা কর্মসূচি একদিন বিধানসভায় নিজেই জানালেন মুখ্যমন্ত্রী (Chief Minister)।
আগামী বছর জি-২০ সম্মেলন হওয়ার কথা রয়েছে ভারতে। আর তার মধ্যে এ রাজ্যেও চারটি ইভেন্ট হওয়ার কথা। তাই এই জি-২০ (G-20) সম্মেলন উপলক্ষে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির সুপ্রিমোদের আলোচনার জন্য দিল্লিতে বৈঠক ডেকেছেন বিজেপি প্রধান নরেন্দ্র মোদি। তাই সেই রাজনৈতিক প্রধানদের মধ্যে আমন্ত্রণ পত্র পেয়েছেন বাংলার তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর প্রধানমন্ত্রীর এই ডাকেই সাড়া দিতেই রাজধানী সফরে যাবেন মুখ্যমন্ত্রী।
রাজধানীতে বৈঠক সেরে সরাসরি তিনি চলে যাবেন রাজস্থানের আজমেঢ় শরিফ এবং পুষ্করে, এমনটাই জানিয়েছেন তিনি এদিন। তবে রাজস্থানে তিনি কতদিন থাকবেন? কিসে, কি কারণে যোগদান করতে তিনি যাচ্ছেন, তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, আজমেঢ় শরিফের দরগায় যাবেন তিনি আর পুষ্করে বিখ্যাত উটের মেলায় যোগদান করবেন তিনি।
রাজস্থান সফর সেরে তিনি ডিসেম্বরের ১২ তারিখ যাবেন মেঘালয়ে। সেখানে থাকবেন দু’দিন। প্রসঙ্গত কয়েকদিন আগেই উত্তর পূর্বের এই রাজ্য সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি, গারো হিলসেতে তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই সফরের পর এবার তৃণমূল সুপ্রিয় স্বয়ং নিজে যাচ্ছেন সেখানে। কারণ তৃণমূলের দাবি, মেঘালয়ে পরিবর্তন এখন শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা।