মহানগর ডেস্কঃ রাজ্যে যখন বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসকদল এবং প্রধান বিরোধী দলের দ্বন্দ্ব প্রায় তুঙ্গে, সংঘাত চরমে সেই পরিস্থিতিতেই মোদী মমতা সাক্ষাতের পরে বৈঠকের সম্ভাবনা জোরাল হয়ে উঠল। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠক আয়োজন করতে চলেছেন। আর সেখানেই উপস্থিত হবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্তমানে জি-২০ আয়োজনের দায়িত্বে রয়েছে ভারত। সেই সংক্রান্ত বিষয়ে আলোচনার স্বার্থে ভারতের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে যোগ দিতেই দিল্লি উড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে অতীতে একাধিক সময় কেন্দ্রের বৈঠক এড়িয়ে গেলেও বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তাৎপর্যের কথা মাথায় রেখে ফের একবার মোদী – মমতা সাক্ষাৎ হতে পারে বলেই মনে করা হচ্ছে।
বর্তমান সময়ে একদিকে দুর্নীতি ইস্যুতে রীতিমত কোণঠাসা তৃণমূল কংগ্রেস। আবার অপরদিকে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল। এক্ষেত্রে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনার পাশাপাশি ১০০ দিনের কাজেও বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও কোনও সুরাহা মেলেনি। নরেন্দ্র মোদীর পা ধরার কথাও শোনা যায় মমতার কণ্ঠে। ফলত আগামী মাসে মোদী – মমতা আলাদা করে বৈঠক হতেও পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এক্ষেত্রে কেন্দ্রের রাজ্যের প্রাপ্য টাকা আদায়ের বিষয়ে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কোন কোন বিষয়ে আলোকপাত করা হবে সেইদিকেও তাকিয়ে সকলে।