মহানগর ডেস্ক: বিসিসিআই (BCCI) থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Saurav Ganguly) সরিয়ে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুটছেন বাংলা ক্রিকেট মোদীরা। তাঁর এই বিদায়ের পেছনে বিজেপির (BJP) হাত রয়েছে বলে শুরু থেকে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি তাঁকে দলে টানতে চাইলেও ব্যর্থ হওয়ায় তার পাল্টা তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সৌরভের অপসারণের পর থেকে পদ্মশিবিরের দিকে কামান দেগে চলেছে ঘাসফুল শিবির। এবার তাঁর বিদায় নিয়ে সরাসরি মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata On Saurav)।
এদিন তিনি বলেন, সৌরভকে বঞ্চিত করা হয়েছে (Saurav Deprived)। তাঁকে আইসিসিতে পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, সৌরভকে খুব খারাপভাবে সরে যেতে হয়েছে। মমতার প্রশ্ন, ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায় বঞ্চনার শিকার। তাঁর দোষ কোথায়? এই ঘটনায় তিনি অত্যন্ত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সৌরভ খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। দেশকে অনেককিছু দিয়েছেন। তিনি শুধু বাংলার গৌরবই নন, দেশের গর্ব। কিন্তু কেন তাঁকে এমন বাজেভাবে চলে হতে হল?
এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর সবিনয় আর্জি সৌরভকে যেন আইসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুমতি দেন। প্রসঙ্গত, এ মাসের কুড়ি তারিখে আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিতে হবে। সৌরভের জায়গায় বিসিসিআই সভাপতি পদে আসছেন আরেক প্রাক্তন ক্রিকেটার রজার বিন্নি। সূত্রের খবর, বিসিসিআইয়ের সভাপতি পদে কাজ চালিয়ে যেতে চাইলেও তাঁকে কেউ সমর্থন করেননি।