Home Featured Tripura: মমতার দেব-সেনায় ২৭ সেনানী, তৈরি রাজ্য জয়ের নীল নকশা

Tripura: মমতার দেব-সেনায় ২৭ সেনানী, তৈরি রাজ্য জয়ের নীল নকশা

by Anamika Nandi
Tripura: মমতার দেব-সেনায় ২৭ সেনানী, তৈরি রাজ্য জয়ের নীল নকশা

মহানগর ডেস্ক: সামনেই আসছে ত্রিপুরার (Tripura) উপনির্বাচন। চলতি বছরের বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরেশ্বরী রাজ্যে ভরাডুবির পরও, উপনির্বাচনে কোমর বেঁধে লড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর এই মর্মেই ২৭ জন তারকা প্রচারকের একটি তালিকা সোমবার প্রকাশ করেছে TMC৷ ইতিমধ্যেই জানা গিয়েছে, আগামীকাল সেই রাজ্যে পা রাখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

মঙ্গলবার ত্রিপুরায় প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থীদের নিয়ে রোড শো করবেন তিনি। সেইসঙ্গে সভাতেও যোগ দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের অভিযোগ, সেরাজ্যে প্রচার করতে বাধা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। ছিড়ে দেওয়া হচ্ছে প্রচার সামগ্রী। তাঁর কথায়, বিজেপির কাছে তৃণমূল আসলে থ্রেট হয়ে দাঁড়িয়েছে। তাঁর বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত হইচই হচ্ছে ততক্ষণ কোনও পুলিশি ব্যবস্থা নেওয়া হবে না।

কুণাল ঘোষের কথায়, মুখ্যমন্ত্রী বদলে গিয়েছে ত্রিপুরেশ্বরী রাজ্যে। বিজেপির গোষ্ঠীবাজীর জন্যই এই বদল হয়েছে। বর্তমান সরকারকে নিয়ে নতুন করে ভাবা উচিত জনগণের। আর এইসবের মাঝেই ২৭ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। যে তালিকায় মমতা-অভিষেক ছাড়াও ফিরহাদ হাকিম, শত্রুঘ্ন সিনহা, সৌগত রায়, মিমি চক্রবর্তী ও রিপুন বোরার নাম রয়েছে। তাছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায়, দেব, সায়নী ঘোষ, মনোজ তিওয়ারি, মুকুল সাংমা, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সি, কীর্তি আজাদ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মমতাবালা ঠাকুরের নাম রয়েছে তালিকায়। চলতি বছরের বিধানসভা নির্বাচনে হেরেও আশা ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ত্রিপুরেশ্বরী রাজ্যের জনগণের মধ্যে জায়গা করে নিতে ২৭ জন সেনানী বেছে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিধানসভায় বিজেপির সাসপেনশন প্রত্যাহারের মোশন খারিজ স্পিকারের

জানা গিয়েছে, আগামীকাল মঙ্গলবার প্রথম দফায় রোড শো করবে তৃণমূল কংগ্রেস। যেটি গান্ধী ঘাট থেকে শুরু হয় থামবে জি বি বাজারে। তারপর হবে সভা। ২০ জুন দুটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

You may also like