মহানগর ডেস্ক: মানুষ এবং জীবজন্তুর মধ্যে নানা ব্যাপার মাঝেমাঝেই সবার দৃষ্টি করে। বিশেষ করে কুকুর বা বেড়ালদের নিয়ে নানা কাণ্ড আমাদের নজর কেড়ে নেয়। কোনও কোনও সময় ভিডিওয় সেইসব ঘটনা সবাইকে অবাক করে । মজার জন্ম দেয়। পোষা কুকুর বা বেড়ালের নানা কীর্তি প্রায়শই সোশ্যাল ভিডিওয় দেখে আমরা আহ্লাদে আটখানা হয়ে পড়ি। তাদের আদুরেপনা দেখে কখনও কখনও আমরা হেসে গড়িয়ে পড়ি। কুকুর, বেড়াল ছাড়া আরও অনেক পশুও আমাদের দৃষ্টি আকর্ষণ করে। যেমন হাতির কাজকারবারও সবার ভালো লাগে। চিড়িয়াখানায় গেলে তাদের শুঁড় তুলে সেলাম জানানো কিংবা আরও অনেক জন্তুর কীর্তিকলাপ আজও আমাদের মনে আনন্দ ডেকে আনে। কিন্তু সেইসব দৃশ্যের পাশাপাশি এবার এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখলে অতি বড় সাহসীরও বুক কেঁপে উঠবে।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে এক সাদা বাঘের পায়ে ম্যাসেজ করছেন একজন (Man Massaging On The Feet Of Tiger) । হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন, ঠিকই দেখেছেন। ওটা একটা সাদা বাঘ। যার এক থাবাতেই….। দমবন্ধ করা ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এক ইউজার অ্যাট দ্য টাইগার লাভার ২০২০ নামে। এখনও পর্যন্ত ছিয়াশি হাজার ভিউ হয়েছে ভিডিওটির। যে বাঘের এক থাবাতেই প্রাণপাখি উড়ে যাওয়ার কথা, সেখানে তার সামনে বসে পায়ে মালিশ করে চলেছেন একজন। আর বাঘবাবাজি বেশ আদুরে আদুরে চোখে মালিশের আরাম উপভোগ করছে। বাঘটিও তাঁকে থাবা মারেনি। তিনিও তার ছবি তোলেননি। তবে ভিডিওয় বাঘের সামনে বসে মালিশ করার লোকটিকে দেখে মনে হয় এটাই প্রথমবার নয়।
এর আগেও এই সাদা বাঘের সেবাযত্ন তিনি করেছেন। ক্লিপ শেয়ার করার পর থেকে পঁচাত্তর হাজারবার ভিউ হয়েছে। পনেরো হাজার লাইকস এবং অসংখ্য প্রতিক্রিয়া। কেউ কেউ কাজ যে মহা ভয়ঙ্কর, সেটা মনে করিয়ে এটাও লিখেছেন জ্যান্ত বাঘেরা খেলনা নয়। তাদের সঙ্গে না খেলাটাই বুদ্ধিমানের কাজ। কেউ আবার বাড়তি সতর্ক হওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন। একজন ইউজার আবার লিখেছেন, ও মাই গড। এটা ভীষণ একটা ভয়ঙ্কর ব্যাপার, বিপজ্জনকও বটে। ফের চেষ্টা না করাটাই ভালো। এটা আদুরে আদুরে হলেও আতঙ্ক জাগানো একটা কাজ। বাঘের পায়ে ম্যাসেজ যেভাবে করা হয়েছে, তা দেখাটা দারুণ ব্যাপার বলে মন্তব্য করেছেন এক ইউজার।