মহানগর ডেস্ক: বিরল দৃশ্য। কিংবা বলা যায় এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। যে ভয়ঙ্কর বিষাক্ত কেউটে (Venom Cobra) সাপকে দেখলেই সবার প্রাণ আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়, যার একটি ছোবলেই যথেষ্ট প্রাণ কেড়ে নেওয়ার জন্য। সেই প্রাণ কেড়ে নেওয়া কেউটে সাপকে নিয়ে মানবিকতা ও অসীম এক ধৈর্যের বিরল এক ঘটনার (Rare Incident) সাক্ষী হলেন বহু মানুষ। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেল এক যুবক বোতল থেকে জল ঢেলে তৃষ্ণায় কাতর একটি কেউটে সাপকে জল খাওয়াচ্ছেন (Man Pours Water Into Snake Mouth)।
চমকে দেওয়া ভিডিওয় দেখা গিয়েছে ওই যুবক অতি যত্নে খুব আস্তে আস্তে বিষধর সরীসৃপের তৃষ্ণা নিবারণ করেছেন, যা দেখে নেটিজেনরা একেবারেই হতবাক। আর তার ফোঁটায় ফোঁটায় জল খেয়ে চলেছে সাপটি। এমন হৃদয় তোলপাড় করা দৃশ্য দেখার পর বহু নেটিজেনই বলার মতো ভাষা খুঁজে পাননি। ভিডিওটি একটি জঙ্গলে তোলা হয়েছে। দেখা গিয়েছে ওই যুবক জল ভর্তি বোতল কেউটের মুখের সামনে নিয়ে ফোঁটা ফোঁটা জল খাইয়ে চলেছেন। মাঝে মাঝে বোতলটি নাড়িয়ে জল ঢেলে চলেছেন বিষধর সাপের মুখে। বোতল একেবারে তার মুখের কাছে নিয়ে গিয়েছেন, যাতে সে সহজেই জল খেতে পারে।
বিরল দৃশ্যের ভিডিওটি পোস্ট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যায়। পোস্ট হওয়ার পর দু হাজার কমেন্ট পায় ভিডিওটি। নেটিজেনরা এই বিরল দৃশ্যটি নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। একজন লিখেছেন, এই প্রথম একটি বিষধর সাপকে জল খেতে দেখলাম। শুনেছিলাম সাপেরা জল খায় না। এই ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে আপনারা দক্ষ বলেই এমনটা সম্ভব হয়েছে। বিষয়টি ভীষণ ঝুঁকির। একজন লিখেছেন অত্যন্ত সুন্দর। আবার একজন লিখেছেন, খুব আদুরে একটা ব্যাপার। আবার কারও কমেন্ট, ও, আমি ভীষণ ভালোবাসি। ঈশ্বর ওই মহৎ মানুষকে আশীর্বাদ করুন।