Home Featured MANAS BHUNIA: মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের প্রসঙ্গ এড়িয়ে গেলেন মানস ভুঁইয়া

MANAS BHUNIA: মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের প্রসঙ্গ এড়িয়ে গেলেন মানস ভুঁইয়া

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ সোমবার রাতভর জিজ্ঞাসাবাদের পরে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে গ্রেফতার করা হয় তাঁকে। সেই মানিক ভট্টাচার্যের গ্রেফতারির প্রসঙ্গ এড়িয়ে গেলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। মঙ্গলবার ঝটিতি সফরে মুর্শিদাবাদ এলে তিনি সাংবাদিকদের অনেক প্রশ্নের মুখোমুখি হন। সেই প্রশ্নের উত্তরও তিনি দেন। তবে মানিক ভট্টাচার্যের গ্রেফতারির প্রসঙ্গ নিয়ে তাঁর কাছে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্নের কোনও উত্তর না দিয়ে চলে যান।

মানিক ভট্টাচার্যের গ্রেফতারির প্রসঙ্গে কোনও কথা না বললেও এসএসসি চাকরিপ্রার্থীদের ধর্নায় বসে থাকা নিয়ে মুখ খোলেন মানস ভুঁইয়া। তিনি জানান, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ফিরে যেতে বলেছেন। পাশাপাশি তিনি জানান, গোটা বিষয়টাই হাইকোর্টে বিচারাধীন। কাউকেই নিরাশ করা হবে না বলে আশ্বাসও দেন তিনি। আইনানুযায়ী নির্দেশ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর তরফে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি। তারপরেও যদি কেউ রাজনৈতিক উসকানিতে ধর্না মঞ্চে বসে থাকেন তাহলে সেই বিষয়টা দুঃখজনক বলে মন্তব্য করেন মন্ত্রী মানস ভুঁইয়া। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্য সরকারকে নিয়ম মেনে অর্ডার করতে হয়। তাই সেই অর্ডারের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার নির্দেশও দেন চাকরিপ্রার্থীদের।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগেই নবান্ন অভিযান প্রসঙ্গে বিরোধীদের গুলি করার মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সেই প্রসঙ্গেও এদিন মুখ খোলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। তিনি দাবি করেন, অভিষেকের বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে। তাঁর দাবি অভিষেকের এই মন্তব্যের ক্ষেত্রে তাঁর চিন্তাভাবনা এবং দৃষ্টিকোণ ছিল আলাদা। তিনি জানান, যে পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টি নবান্ন অভিযান চালিয়েছিল তাতে মানুষের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত। পুলিশ নিজের জীবন বিপন্ন করে মানুষের প্রাণ রক্ষা করেছে। পাশাপাশি তিনি দাবি করেন, বিরোধীরা বাইরের রাজ্য থেকে লোক নিয়ে এসে যে ঘটনা ঘটিয়েছিল সেই প্রসঙ্গেই অভিষেকের এই মন্তব্য। এটা কখনওি নয় যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুলি চালিয়ে দেবেন।

You may also like