মহানগর ডেস্ক : দুর্গাপুজো নবরাত্রি কাটিয়ে এখন গোটা ভারত বর্ষ মেতেছে আলোর উৎসব দীপাবলিতে। এখন থেকেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটি বাড়িতে। বাদ যাননি বলিউড তারকারাও। নিজেদের বাড়িতেই দিওয়ালি অনুষ্ঠান শুরু করে দিয়েছেন তারা। সেই সঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন বলিউডের তাবড় তাবড় তারকাদের।
সম্প্রতি মনীশ মালহোত্রা দিওয়ালি অনুষ্ঠানে দেখা মিলল এক ঝাঁক বলি তারকা’র। জানেন কি কে কে হাজির ছিলেন সেই অনুষ্ঠানে!
পোশাক শিল্পী মনীশের বাড়িতে হাজির হয়েছিলেন সস্ত্রীক অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, হাজির হয়েছিলেন শ্বেতা নন্দা এবং নব্য নভেলি নন্দা, করিশ্মা কাপুর থেকে জাহ্নবী কাপুর। ছিলেন কার্তিক আরিয়ান থেকে শাহরুখ কন্যা সুহানা খান।
রাত বাড়ার সঙ্গে সঙ্গেই তারকাদের সমাগম যেন আরো বাড়তে থাকে। তবে কেবল মনীশ নয়, কয়েক দিন আগে আয়ুষ্মান খুরানা এবং তার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অসংখ্য তারকা।