মহানগর ডেস্ক: আজ ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva) জমা দিলেন মনোনয়ন পত্র। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের তুরুপের তাস মার্গারেট। রাজীব-ইন্দিরা জামানার কেন্দ্রীয় মন্ত্রীকেই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে দাঁড় করিয়েছে বিরোধী পক্ষ। মঙ্গলবার অধীর চৌধুরী, জয়রাম রমেশ, রাহুল গান্ধী, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, সঞ্জয় রাউত ও মল্লিকার্জুন খার্গে সহ আরও অনেকের উপস্থিতিতে মনোনয়ন জমা দিয়েছেন মার্গারেট। গতকাল মনোনয়ন জমা দিয়েছেন ধনখড়।
#WATCH | Opposition's Vice-Presidential candidate Margaret Alva files her nomination papers at Parliament, in the presence of Congress leaders Rahul Gandhi, Mallikarjun Kharge & Adhir Ranjan Chowdhury, NCP chief Sharad Pawar, Shiv Sena's Sanjay Raut and other Opposition leaders. pic.twitter.com/oHmMvB6ij3
— ANI (@ANI) July 19, 2022
১৯৭৪-এ প্রথম কংগ্রেসের পক্ষে রাজ্যসভার সংসদ হয়েছিলেন মার্গারেট। পরবর্তীতে ১৯৮০, ১৯৮৬ ও ৯২ সালেও রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। সেইসঙ্গে সংসদীয় মন্ত্রী, যুবকল্যাণ মন্ত্রক, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন আলভা। ১৯ জুলাই অর্থাৎ আজ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন যাচাই-এর প্রক্রিয়া হবে ২০ জুলাই। ২২ জুলাই তা প্রত্যাহারের শেষ দিন। সেই হিসেবে আজ মনোনয়ন জমা দিয়েছেন বিরোধী পক্ষের পদপ্রার্থী।
গত রবিবার এনসিপি সুপ্রিমোর বাড়িতে ১৭টি বিরোধী দলের প্রতিনিধিরা মিলিত হয়েছিলেন। জানা গিয়েছে, তিনটি নাম নিয়ে বৈঠকে আলোচনা হয়। অবশেষে গুজরাটের প্রাক্তন রাজ্যপালকে বেছে নেয় বিরোধী পক্ষের নেতা-নেত্রীরা। প্রসঙ্গে মার্গারেট জানিয়েছেন, ‘এটা অত্যন্ত কঠিন লড়াই। রাজনীতিতে জয়-পরাজয় কোনও ইস্যু নয়। যুদ্ধের ময়দানে নামাটাই মূল বিষয়। আমার প্রতি সকলের আস্থা রাখার জন্য ধন্যবাদ’।