মহানগর ডেস্ক: মৌলবীর লালসার বলি পাঁচবছরের শিশুকন্যা (Maulavi Molested Five Year Child)! অমানবিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলার খানশাওয়ালির জাকারিয়া মসজিদে। এই ঘটনায় মসজিদের মৌলবীকে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrested The Accused)। শিশুকন্যার যৌন হেনস্থার ঘটনাটি প্রকাশ্যে আসে তার বুকে ব্যথা হওয়ার পর। নির্যাতিতার এক আত্মীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিশুটি যখন ব্যথায় কষ্ট পাচ্ছিল তখন বাড়ির লোক তাকে জিজ্ঞেস করায় সে জানায় যে মসজিদের মাদ্রাসায় মৌলবী পড়ান তিনি রোজই তাকে যৌন হেনস্থা করেন।
এরপরই বাড়ির লোক থানায় গিয়ে মৌলবীর বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর মোঘাট থানার স্টেশন ইনচার্জ অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় একটি মামলা দায়ের করেন। তারপরই অভিযুক্ত মৌলবীকে গ্রেফতার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। তবে এবারই প্রথম নয় এর আগে দক্ষিণ কন্নড় জেলার কুণ্ডাক্ষায় দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল। ধৃত মাদ্রাসা শিক্ষক উস্তাদ সিরাজুদ্দিন মাদানির বিরুদ্ধে মাদ্রাসায় পাঠরতা দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ করা হয়। ওই দুই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওই দুই নাবালিকা মাদ্রাসা থেকে বাড়ি ফিরে এসে তাদের মাকে সব জানায়। নিগৃহীতাদের মায়েরা পুট্টুর মহিলা থানায় ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানানোয় তাকে গ্রেফতার করা হয়।