মহানগর ডেস্ক: কঠিন অধ্যাবসায়ের কোনও বিকল্প হয় না। আর তাঁর প্রমাণ দিলেন হায়দ্রাবাদের বিড়ি কারখানার এক মহিলা শ্রমিক। যে সে পরীক্ষা নয়। সে পাস করেছে এমবিবিএস (MBBS student) । যে পরীক্ষায় পাস করতে অনেকেরই কালঘাম ছুটে যায়। আর এই কঠিন পরীক্ষা সে পাস করেছে কোনও শিক্ষকের সাহায্যে নয়। পুরো কোর্সটা সে পড়াশোনা করেছে ইউটিউবের (You Tube) ভিডিও দেখে। বাবা নেই। মায়ের সঙ্গে থাকে সে। হায়দ্রাবাদের নিজামাবাদের বাসিন্দা হরিকার এমন নজির এখন লোকের মুখে মুখে ফিরছে। বুধবার টিআরএসের বিধায়ক কবিতা কালভাকুন্তলা টুইট করে হরিকার এই অনুপ্রেরণামূলক সাফল্যের জানিয়েছে ফেটে পড়েছেন প্রশংসায়। প্রাক্তন সাংসদ কালভাকুন্তলা নিজে গিয়ে দেখা করেছেন হরিকা ও তার মায়ের সঙ্গে। হরিকাদের আর্থিক পরিস্থিতির কথা ভেবে তিনি তাঁর টিউশনের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
পড়াশোনা করতে গিয়ে যেসব বাধা তাকে পেরোতে হয়েছে এবং তা জয় করে এখন তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল হতে চলেছে। টুইটে প্রাক্তন সাংসদ লিখেছেন স্বপ্ন দেখার সাহস এবং যতক্ষণ না তুমি অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারছো,ততক্ষণ লড়াই চালিয়ে যাও। তিনি জানান এমবিবিএস পরীক্ষায় হরিকা নিজের চেষ্টায় পাস করেছে। আর এই অসাধারণ ফল সে করেছে ইউটিউব থেকে পড়াশোনা করে। প্রাক্তন সাংসদ ও বিধায়ক কালভাকুন্তলা জানিয়েছেন বিড়ি কারখানার শ্রমিক হরিকা ও তার মায়ের এমন উল্লেখযোগ্য সফর বাস্তবিকই আশীর্বাদ ছাড়া কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় তিনি তার অনুপ্রেরণামূলক সাফল্য তুলে ধরেছেন। টিআরএস নেত্রীর এমন সদয় পদক্ষেপের প্রশংসায় আপ্লুত হয়েছেন ইন্টারনেট ইউজাররা। একজন লিখেছেন ম্যাডাম আপনি দারুণ। খুবই ভালো পদক্ষেপ। আরেকজন লিখেছেন, দারুণ কাজ। অন্য একজন লিখেছেন হরিকার মতো এমবিবিএস ছাত্রীকে সাহায্য করে তিনি মহৎ উদ্যোগ নিয়েছে।