মহানগর ডেস্ক: গতকাল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মার ৯৯ তম জন্মদিন। সেই উপলক্ষে গুজরাটে মায়ের সঙ্গে দেখা করেছেন মোদি। সোশ্যাল মিডিয়ায় মা হীরাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করেছেন। তাঁর জীবনে মায়ের গুরুত্ব কতখানি, তাই নিয়ে লিখেছেন অনেক কিছুই। সেখানে বলেছেন, ছোটবেলার বন্ধু আব্বাসের কথাও। যাকে নিয়ে পরবর্তীতে কৌতূহল জাগে সকলের মনে। অবশেষে সামনে এসেছে একটি ছবি। জানা গিয়েছে, এই মুহূর্তে সেই ব্যক্তি অস্ট্রেলিয়ার বাসিন্দা।
সূত্র অনুযায়ী, নরেন্দ্র মোদির বাবার বন্ধু মারা গেলে তাঁর ছেলে আব্বাস থাকতেন তাঁদের বাড়িতে। সেখান থেকেই পড়াশোনা শেষ করেছেন তিনি। পরে গুজরাট সরকারের অধীনে খাদ্য ও সরবরাহ দফতরে চাকরি পান। কয়েক বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন। রয়েছে দুই ছেলে। বড় ছেলে এদেশে থাকলেও, ছোট ছেলে থাকেন সিডনিতে। সেই সূত্রেই এখন অস্ট্রেলিয়ার বাসিন্দা হয়ে গিয়েছেন মোদির পরম বন্ধু আব্বাস। শনিবার মায়ের জন্মদিনে তাঁর ত্যাগের কথা বলতে গিয়ে, আব্বাসের প্রসঙ্গে কথা বলেছেন নমো। তাঁর কথায়, ঈদের সময় আব্বাসের জন্য স্পেশাল ডিশ তৈরি করতেন মা হীরাবেন মোদি। যেই স্মৃতি তাঁর কাছে অত্যন্ত মধুর।
আরও পড়ুন: জট পাকাচ্ছে বিজেপি, সমস্যায় পড়ছে দেশবাসী, মুখ লুকাচ্ছে নেতারা: কুণাল ঘোষ
গুজরাটের গান্ধীনগরে গতকাল সাতসকালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন সেখানে। যেই সময়কার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে মার পা ধুয়ে দিতে দেখা গিয়েছে। পাশাপাশি মা হীরাবেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। তাঁর কথায়, “মা শুধু একটা শব্দ নয়”।