Home Featured Meeting Called By Central Home Minister : জারি সঙ্ঘাত, শাহের বৈঠক এড়ালেন মমতা

Meeting Called By Central Home Minister : জারি সঙ্ঘাত, শাহের বৈঠক এড়ালেন মমতা

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: অমিত শাহের ডাকা বৈঠক (Meeting Called By Central Home Minister Amit Shah) এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার হরিয়ানার সূরযকুণ্ডে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। চিন্তন শিবির নামে এই বৈঠকের সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের এই শিবিরে আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বদলে চিন্তন শিবিরে যোগ দিয়েছেন এডিজি অব পুলিশ (হোমগার্ড)নীরজকুমার সিং ও পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনার রামদাস মিনা। এ রাজ্যের শাসক দল তৃণমূল রাজ্য সরকারের ক্ষমতা সংকোচন এবং বিরোধী দল শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলিকে দিয়ে হানা চালিয়ে ক্ষমতার অপব্যবহার করে চলেছে, এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে।

এ নিয়ে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা সংঘাতে জড়িয়েছে। সেই সংঘাত এখনও জারি রয়েছে। শাহের পদক্ষেপ নিয়ে বারবার সরব হয়েছে এ রাজ্যের শাসকদল। সরকারের তরফে জানানো হয়েছে। এখন উৎসবের সময়। একের পর এক অনুষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার ভাই ফোঁটা এবং ছটপুজোও হতে চলেছে। এ সময়ে রাজ্যের বাইরে মুখ্যমন্ত্রীর যাওয়া সম্ভব নয়। রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজিপিও চিন্তন শিবিরে একই কারণে চিন্তন শিবিরে যোগ দিতে পারছেন না। শাহের চিন্তন শিবিরে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিজি যোগ দিয়েছেন। আলোচনার অন্যতম ইস্যু হল রাজ্য ও কেন্দ্রের মধ্যে আরও ভালো সমন্বয় গড়ে তোলা। শিবিরে সাইবার অপরাধ মোকাবিলায় ইকোসিস্টেমের উন্নতি,পুলিশ বাহিনীর আধুনিকীকরণ, অপরাধের বিচারে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে তোলা, সীমান্ত প্রশাসন ও উপকূলের নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা।

You may also like