Home Entertainment Megastar Amitabh Bachchan : বাঁ পায়ের শিরা কেটে রক্তারক্তি কাণ্ড, ছুটতে হয় হাসপাতালে, ব্লগে স্বীকারোক্তি বিগ-বির

Megastar Amitabh Bachchan : বাঁ পায়ের শিরা কেটে রক্তারক্তি কাণ্ড, ছুটতে হয় হাসপাতালে, ব্লগে স্বীকারোক্তি বিগ-বির

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: যাকে বলে রক্তারক্তি কাণ্ড। সম্প্রতি বাঁ পায়ের শিরা কেটে যাওয়ায় অঝোরে রক্তপাত (Profusely Bleeding) সামলানো যাচ্ছিল না। শেষপর্যন্ত ছুটতে হয়েছিল হাসপাতালে। রক্ত বন্ধ করতে সেলাই করতে হয়েছিল বাঁ পায়ের পেশিতে (Had Received Stitches To Control The Bleeding) । নিজেই এই বিপত্তির কথা ব্লগে লিখেছেন বলিউডের বেতাজ বাদশা অমিতাভ বচ্চন (Megastar Amitabh Bachchan)। আশিতে পড়েছেন। এখনও নিজেকে টানটান রাখার চেষ্টা করে যাচ্ছেন বিগ বি। কেবিসিতে এখনও তাঁর ক্যারিশমায় দর্শকদের টেনে নিয়ে চলেছে। কিন্তু তাঁর ধুঁয়াধার ব্যাটিংয়ের মাঝখানে বড়সড় বিপত্তি।

এমনভাবে বাঁ পায়ের পেশি ধাতব কিছুতে কেটে ফাঁক হয়ে গিয়েছিল, অপারেশন টেবিলে তাঁর সেই অবিরাম রক্ত পড়া থামাতে চিকিৎসকদের ছুরি কাঁচি দিয়ে সেলাই করতে হয়। চিকিৎসকরা সাফ জানিয়েছিলেন নড়াচড়া বন্ধ, হাঁটাও যাবে না। বন্ধ ট্রেড মিল। সবমিলিয়ে বিপর্যয় না বলাটাই ভুল। তবে এতকিছুতেও আশি বছরেও নার্ভ শক্ত রেখেছিলেন বিগ বি। কৌন বনেগা ক্রোড়পতি এপিসোডগুলোয় তিন থেকে চার ঘণ্টা নাগাড়ে বসে পরিচালনা করতে হয়। হয়তো সেখানে শারীরিক পরিশ্রম করতে হয় না, কিন্তু একই ভাবে সমান ছন্দে এপিসোডগুলোয় প্রশ্ন করতে হয়। সেটা কম পরিশ্রমের নয়।

হয়তো শারীরিকভাবে কসরত করতে হয় না। তবে মানসিক চাপ থাকে যথেষ্ট। বিগ বি-র মতে, কোনওকিছুই অতিরিক্ত ভালো নয়। সেটা বড় রকমের ক্ষতি করে দেয় বা এমন একটা চিহ্ন করে দেয় যা সারাজীবনের মতো বয়ে বেড়াতে হয়। শনিবার তিনি পায়ে ব্যান্ডেজ বাঁধা কৌন বনেগা ক্রোড়পতি সেটের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে তাঁর বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তবে তাঁর এই উঠে দাঁড়ানোর পেছনে ভক্তদের শুভেচ্ছার কথা স্বীকার করেছেন বিগ বি। এ বছর তিনি ঝুন্দ,রানওয়ে থার্ট ফোর,ব্রহ্মাস্ত্র, পার্টওয়ান শিবা এবং গুডবাই। তাঁকে দেখা যাবে সূরয বরজাতাইয়ের উঁচাই ছবিতে। সবমিলিয়ে আশিতেও অপ্রতিরোধ্য বিগ বি।

You may also like