Home Entertainment Mili Screening : মিলির স্ক্রিনিংয়ে হাজির রেখা, জড়িয়ে ধরলেন শ্রীদেবী কন্যাকে

Mili Screening : মিলির স্ক্রিনিংয়ে হাজির রেখা, জড়িয়ে ধরলেন শ্রীদেবী কন্যাকে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : শুক্রবার মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুর অভিনীত মিলি। একইসঙ্গে মুক্তি পেতে চলেছে আরও বেশ কয়েকটি ছবি। তবে বৃহস্পতিবার ছবির নির্মাতারা স্পেশাল স্ক্রিনিংয়ের অনুষ্ঠান সারলেন। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। তার মাঝেই হাজির ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা।

স্ক্রিনিংয়ে হাজির হয়ে বাপ্পারাজিদের পোস্ট দিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। চিরচেনা কাঞ্জিভরম শাড়িতেই সেজেছিলেন তিনি। শুধু তাই নয় জাহ্নবী কাপুরকে দেখে সবার সামনে জড়িয়ে ধরে উষ্ণ বার্তা দিলেন ছবির জন্য।পাপ্পারাজিদের ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি হয়েছে। সেই ছবি সামনে আসছে কেউ লিখেছেন,’ সবকিছুই খুব সুন্দর। বহুদিন পর আপনাকে দেখতে পেলাম বলিউডের মধ্যে।’ আবার অন্য একজন লিখেছেন,’বরাবরের মতো সবার থেকে স্পটলাইট কেড়ে নিয়েছেন রেখা জি’।

তবে রেখা ছাড়াও এ দিন দেখা গিয়েছে জাহ্নবীর দুই প্রিয় বন্ধু অনন্যা পান্ডে এবং সারা আলী খানকে। সময়ের আগেই হাজির হয়ে গিয়েছে বন্ধুর ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে।

জাহ্নবী কাপুর এবং সানি সিং প্রথমবার পর্দায় জুটি বাধতে চলেছেন। ছবিতে এক সাধারন পরিবার থেকে উঠে আসা মেয়ের চরিত্রে অভিনয় করেছে জাহ্নবী। কিন্তু কাজের জগতে এসে কোনভাবে এক বিপদের সম্মুখীন হয় সে। সেই বিপদ থেকে বাঁচতে প্রাণ নিয়ে টানাটানি পর্যন্ত হয়। থ্রিলারে মোরা এই গল্পের ট্রেলার সামনে আসার পর নজর কেড়েছে বহু মানুষের।

You may also like