Home Entertainment Mimi Chakraborty : রহস্যের জালে মিমি, সত্যের পথ কী খুঁজে পাবে সে? সঙ্গে থাকবেন কারা?

Mimi Chakraborty : রহস্যের জালে মিমি, সত্যের পথ কী খুঁজে পাবে সে? সঙ্গে থাকবেন কারা?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বড় পর্দায় রহস্যের জালে দর্শকদের বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। অরিন্দম শীলের পরিচালনায় খেলা যখন’ ছবি নিয়ে মুখ্য চরিত্রে হাজির হচ্ছেন তিনি। বহুদিন ধরেই দর্শকরা অপেক্ষা করছিলেন মিমির এই ছবির জন্য। অবশেষে যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রকাশ করলেন ছবির প্রথম পোস্টার।

এসবিএফ এবং ক্যামেলিয়া প্রোডাকশন সঙ্গে রাজপ্রতিম ভেঞ্চার্সের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। ছবিতে মিমির নাম উর্মি। কাহিনী অনুযায়ী নিজের পরিচয় খুজে না যা বিপত্তির মুখে পড়তে হয় তাকে। সেই থেকেই একের পর এক রহস্যের জালে জড়িয়ে যায় সে। হে রহস্যের জাল কেটে কি বেরোতে পারবে উর্মি? উত্তর পেতে চাইলে ভাবে ২রা ডিসেম্বর পর্যন্ত।

তারা এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী ছোট ছেলে অর্জুন চক্রবর্তীকে। ফের আরেকবার আশিক গানের ওপারের জনপ্রিয় জুটিকে পর্দায় দেখা যাবে। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে নিজেদের অভিনয় জীবন শুরু করেছিলেন মিমি এবং অর্জুন। তারপর বাপি বাড়ি যা, ক্রিস ক্রস একাধিক ছবিতে জুটি হিসেবে দেখা গিয়েছে মিমি-অর্জুনকে। এছাড়া থাকবেন অলকানন্দা রায়, বরুণ চন্দ, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিক্রম ঘোষ।

You may also like