Home Entertainment Mimi-Nusrat : একসঙ্গে পার্টি করছেন মিমি-নুসরাত! তবে কি অভিমানের পালা শেষ দুই ‘বোনুয়া’র?

Mimi-Nusrat : একসঙ্গে পার্টি করছেন মিমি-নুসরাত! তবে কি অভিমানের পালা শেষ দুই ‘বোনুয়া’র?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বন্ধুত্বের নজির গড়েছিলেন মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। তাদের বন্ধুত্বের সম্পর্ক এতটাই গাঢ় ছিল যে একে অপরকে বোন বলে ডাকতেন। যদিও মাঝে তাদের সম্পর্কে যেন কারোর নজর লেগেছিল। একে অপরের মধ্যে তৈরি হয়েছিল দূরত্ব। দেখা যেত না একসঙ্গে। একসঙ্গে যেতেন না সাংসদের অধিবেশনে। তবে সম্প্রতি খুশির খবর দুই তারকা অনুরাগীদের জন্য। একসঙ্গে পার্টি করছেন দুজনে।

২০২১ সালের প্রথম দিকে নুসরাত যখন প্রেগনেন্ট ছিলেন তখন তাকে নিয়ে একাধিক কুমন্তব্য ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মাধ্যমে। তবে সেই সময় টলিউডের অন্যান্য অভিনেত্রীরা নুসরাতের পাশে দাঁড়ালেও দেখা যায়নি মিমিকে। এমনকি সেই সম্পর্কে তাকে কোন প্রশ্ন করা হলেও দিব্যি এড়িয়ে যেতে না অভিনেত্রী। ছবির নিচে যদিও মাঝে মধ্যে যেত। তবে সেসব কেবল সৌজন্য বিনিময়। তবে দুজনের বন্ধুত্ব যে ঠিক কতটা গাড়ো ছিল তা বোঝা যায় যখন তুরস্কের নুসরাত এবং নিখিলের বিয়ের আসর বসেছিল। টলিউড থেকে একমাত্র মিমি ছিলেন আমন্ত্রিত হিসেবে। শুধু তাই নয় সেখান থেকে ফিরে এসে একসঙ্গে সাংসদ ভবনে শপথ নিতে গিয়েছিলেন তারা।

তবে দিন এখনো ফুরিয়ে যায়নি। না ফুরিয়েছে তাদের বন্ধুত্বের বাঁধন। সম্প্রতি ইনস্টাগ্রামে ঘুরেফিরে বেড়াচ্ছে একটি ছবি যেখানে দেখা যাচ্ছে মিমি নুসরাত দুজনেই পড়ে রয়েছেন ওয়ান পিস। দুজনের পোশাকই গ্লিটার। একেবারে একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন। আর সেই ছবি শেয়ার করেছেন যশ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেই সঙ্গে লিখেছেন,’ এদের বোন্ডিং’ সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি। তাহলে কি দুই বোনুয়ার মান অভিমানের পালা শেষ? ভাব হয়েছে কি দুজনের? সেই প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও দুজনের মাখোমাখো ভালোবাসার ছবি দেখে মন গলেছে নেটিজেনদের।

You may also like