Home Featured Minor found with multiple injuries : রক্তমাখা দুহাত জোড় করে সাহায্যের প্রার্থনা রক্তাক্ত বালিকার, সবাই ব্যস্ত মোবাইলে ছবি তুলতে!

Minor found with multiple injuries : রক্তমাখা দুহাত জোড় করে সাহায্যের প্রার্থনা রক্তাক্ত বালিকার, সবাই ব্যস্ত মোবাইলে ছবি তুলতে!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: আমাকে বাঁচান। নির্মম নাকি অমানবিক! মাটিতে পড়ে রয়েছে রক্তাক্ত বালিকা (Minor found with multiple injuries) । সারা দেহ ক্ষতবিক্ষত। রক্তমাখা দুটো হাত জোড় করে তাঁকে ভিড় করে থাকা লোকজনদের সাহায্য প্রার্থনা করছন। কিন্তু তার সেই কাতর প্রার্থনায় সাড়া না দিয়ে লোকজনরা নানা দিক থেকে রক্তাক্ত বালিকার মোবাইলে ছবি তুলতে ব্যস্ত ( All People were Busy filing her)। তবে তারই মধ্যে একজনের গলা শোনা গেল।

তিনি জিজ্ঞেস করলেন পুলিশকে খবর দেওয়া হয়েছে কিনা। আরেকজনকে পুলিশ প্রধানের ফোন নম্বর জিজ্ঞেস করতে শোনা গেল। কিন্তু তাকে কোনও সাহায্য করতে দেখা গেল না। সবাই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত। যোগী রাজ্যের কনৌজে এমন মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই তা ভাইরাল হয়। রক্তাক্ত বালিকাকে অপেক্ষা করতে হল পুলিশ আসার জন্য। দ্বিতীয় ভিডিওয় দেখা গিয়েছে এক পুলিশ কর্মী তার দু হাতে রক্তাক্ত বালিকাকে নিয়ে অটোরিকশয় উঠতে।

এসপি কানোয়ার অনুপম সিং জানিয়েছেন, নাবালিকা মেয়েটিকে আহত,রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে। এ ব্যাপারে একটি মামলা রুজু করেছে নাবালিকার পরিবার। তবে তাকে যৌন হেনস্থা করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। যদিও এর আগেও দেখা গিয়েছে আহতকে সাহায্য না করে বহু মানুষকে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে মোবাইলে ছবি তুলতে। মানুষের এমন নির্দয় আচরণ নিয়ে সমালোচনা হলেই তাদের মোবাইলে ছবি তোলা এখনও পুরোদমে চলে আসছে।

You may also like