Home Featured Minor Girl Killed : রাজস্থানে ন” বছরের বালিকাকে গলা টিপে ইট দিয়ে মাথা থেঁতলে খুন!

Minor Girl Killed : রাজস্থানে ন” বছরের বালিকাকে গলা টিপে ইট দিয়ে মাথা থেঁতলে খুন!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: নৃশংস! এবারের ঘটনাস্থল মরুরাজ্য রাজস্থান। এ রাজ্যের শ্রীগঙ্গানগর জেলায় এক ন বছরের বালিকাকে গলা টিপে খুন করে ফেলে রেখে দিয়ে গেল খুনি (Minor Girl Killed)। মৃত্যু নিশ্চিত করতে তার মাথা ইট দিয়ে মারা হয়। পুলিশ ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি (Possibility Of Rape)। এসপি জানিয়েছেন মৃত বালিকা নায়াক সম্প্রদায়ের। গত মঙ্গলবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজখবর করার সময় তাকে একটি লোকের সঙ্গে দেখা গিয়েছিল। লোকটি বালিকাকে একটি ক্লিপের প্যাকেট কিনে দিয়েছিল। এ থেকে মনে করা হচ্ছে লোভ দেখিয়ে ওই বালিকাকে অপহরণ করা হয়েছিল।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তাকে কাপড়ের টুকরো দিয়ে শ্বাসরোধ করা হয়। তারপর মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। তার দেহ বালিকার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে পাওয়া গিয়েছে। এ থেকে পুলিশের অনুমান খুনি তার চেনাজানা। তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা অটোপ্সি রিপোর্ট দেখে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বালিকার দেহ মেলার খবর পাওয়ার সঙ্গেসঙ্গে সেখানে পৌঁছন এসপি-সহ পুলিশ আধিকারিকরা। ডগ স্কোয়াড-সহ পুলিশের বিভিন্ন দলও সেখানে পৌঁছয়। নিহত বালিকার বাবা দিনমজুরের কাজ করেন। মৃত বালিকা তাদের একমাত্র সন্তান ছিল বলে জানা গিয়েছে। পড়শিরা জানিয়েছেন নিখোঁজ হওয়ার পর তাঁরা দীর্ঘসময় ধরে খোঁজ করেছিলেন। কিন্তু কোথাও তার দেখা পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You may also like