Home দার্জিলিং Mirik: মিরিকের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কালোচিতা!

Mirik: মিরিকের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কালোচিতা!

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: মিরিকের (Mirik) রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কালো চিতা অর্থাৎ ব্ল্যাক প্যান্থার। যা দেখে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। বুধবার বিকেলে মিরিকের ওকাইতি চা বাগান সংলগ্ন নয় নম্বর ডিভিশন লাগোয়া এলাকার পরপর দুজনের চোখে পড়ে কালো চিতা। খবর পাওয়া মাত্রই বনদপ্তরের কর্মীরা নজরদারি শুরু করেছেন।

জানা গিয়েছে, মিরিকের চা বাগানের বস্তি এলাকার বাড়িতে ফিরছিলেন মদন ছেত্রী নামক এক স্থানীয় বাসিন্দা। এমন সময় হঠাৎ তাঁর চোখের নিমেষে কালো কিছু ছুটে যেতে দেখা যায়। রাস্তার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পালায়। এরপর এক গাড়িচালক দেখেন রাস্তার ধারে কালো রংয়ের একটি জন্তু দাঁড়িয়ে আছে। যা দেখে রীতিমতো তিনি একটু হকচকিয়ে যান। সঙ্গে সঙ্গে তার ছবি তুলে নেন তিনি। পরে তিনি সেই ছবি বনদপ্তরের কর্মীদের দেখলে, তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়।

যদিও এই বিষয়টি অবাক হওয়ার মতো কিছু নয় বলেই দাবি করেন, উত্তরবঙ্গের বনপাল রাজেন্দ্র জাখর। তিনি বলেন, পাহাড়ে প্রায়ই ব্ল্যাক প্যান্থার দেখা যায়। ওরা লেপার্ডের মতো ঘুরে বেড়ায়। কেন পথচারী অবাক হয়েছেন বুঝলাম না। এর আগেও ২০২০ সালে মিরিকে কালোচিতার দেখা মিলেছিল। চলতি বছরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে এবং জয়ন্তী এলাকায় ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া গিয়েছিল।

ওদিকে আবার দার্জিলিংয়ের ঘুম এলাকায় এদিন একটি ভল্লুককে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। সিসিটিভি ক্যামেরায় ওই ছবি ধরা পড়েছে৷ তা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পর্যটক এবং স্থানীয়দের মধ্যে।

You may also like