মহানগর ডেস্ক : হলিউড থেকে বলিউড তারপর সেই থেকে টলিউড এইভাবেই এক একজনের ভাবনা এক একজনের কাছে চলে যায়। তা বর্তমান ভাষায় যেটাকে বলা হয় রিমেক। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই ছবিগুলি তৈরি হয় অনুমতি নিয়ে। এখন তো দক্ষিণী ছবি থেকেও রিমেক বানানোর জল শুরু করেছে বলিউড। তবে এবার রিমেক নয়, সরাসরি চুরি। একেবারে ভাবনা চুরি করল বলিউড। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায় অন্তত তেমন অভিযোগ এনেছে বলিউডের বিরুদ্ধে।
বলিউডের এক নামী প্রযোজনা সংস্থা টি সিরিজ এমন এক কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ আকাশের। ফেসবুকের ওয়ালে বেশ কিছু স্ক্রিনশট প্রমাণ হিসেবে তুলে ধরেছেন আকাশ। যেখানে তিনি দাবি করেছেন রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া দেশমুখ অভিনীত মিস্টার মাম্মি ছবির সম্পূর্ণ ভাব না তার নিজের। ২০১৯ সরি এমন এক চিত্রনাট্য লিখেন তিনি যেখানে এক যুবক অন্তঃসত্তা হয়ে পড়বে। বছর দুয়েক আগে টি সিরিজের কর্ণধার ভূষণকুমারকে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। তিনি ছবির নাম দিয়েছিলেন ভিকি পেট সে। সেই ছবিসহ প্রযোজনা করবে টি সিরিজ এমনটাই ঠিক ছিল। এমনকি ছবির নায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল আয়ুষ্মান খুড়ানাকে। তারপর কোন কারনে সেই ছবির কাজ আর এগোয়নি। আচমকা মিস্টার মাম্মির ট্রেলার দেখে চমকে গিয়েছেন আকাশ। এতো তার চিত্রনাট্য। ঘটনা স্পষ্ট হয়। চুরি হয়ে গিয়েছে তার ভাবনা। যা নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক শাদ আলী।
আকাশ জানিয়েছেন চিত্রনাট্য রাইটার্স অ্যাসোসিয়ানে দাখিল করা আছে পেট সে’র। তবে বলিউডের ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কোনরকম আইনি পদক্ষেপ এখনই নিচ্ছেন না তিনি। চাইছেন না কোনরকম ক্ষতিপূরণ। তার দাবি নিজের ক্রেডিট যেন তিনি পান ওই ছবির জন্য। ব্যাস এইটুকুই। এই ব্যাপারে আইনজীবীর সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন তিনি। এমনকি আইনি নোটিশ পাঠাবেন সংস্থাকেও।