মহানগর ডেস্ক : প্রথমে সময়ের পরিবর্তন এখন ধারাবাহিকেই বড়সড়ো পরিবর্তন আসতে চলেছে মিটাইতে। বিগত পঞ্চাশ সপ্তাহ নিজেদের সেরার জায়গা ধরে রেখেছিল এই ধারাবাহিক। তবে ধীরে ধীরে টিআরপির তালিকা তে এতটাই নিচে নেমে এসেছে যে এবার নামটাই কেটে যাবার সময় হয়েছে। তবে এটা কিছুতেই মানতে পারছেন না পরিচালক। তাই এবার নতুন টুইস্ট আনতে চলেছেন সিদ্ধার্ত এবং মিঠাইয়ের জীবন। তাদের জীবনে ঝড় তুলতে আসছে জগদ্ধাত্রী ধারাবাহিকের এক চরিত্র।জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করার শুভজিৎ বন্দ্যোপাধ্যায় নতুন রূপে আসতে চলেছেন মিঠাইতে।
মোদক পরিবারে এখন খুশির হাওয়া। মা হতে চলেছে মিঠাই। তার যত্নে ত্রুটি রাখছে না তার পুরো পরিবার। অন্যদিকে সিদ্ধার্থ এতটাই উৎসাহিত যে ইতিমধ্যে সন্তানের জন্য শপিং করতে শুরু করে দিয়েছেন তিনি। এরই মাঝে বিপদের মেঘ মোদক পরিবারের মাথার উপর। ওমি আগরওয়ালের মৃত্যুর প্রতিশোধ নিতে হাজির হয়েছিলেন তার ভাই আদিত্য আগরওয়াল। তবে তিনিও মৃত। অন্তত এমনটাই জানে তার পরিবার। তবে তিনি ফিরে এসেছেন নতুন রূপে। শুভজিৎ তার ভূমিকাতেই অভিনয় করবেন। তবে আদিত্য আগরওয়াল এখন নাম বদলে মিস্টার বাজাজ।
সম্প্রতি স্লট পরিবর্তন ও ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া নিয়ে ওঠা নানা বিতর্কে মুখ খুলেছেন ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে থাকা সৌমিতৃষা। তিনি জানিয়েছেন, ‘ধারাবাহিক যখন বন্ধ হবে তখন দর্শক নিজেরাই তা বুঝতে পারবেন। তবে আমি বলব কবে সিরিয়াল বন্ধ হচ্ছে তা না ভেবে বরং দেখতে থাকুন। যে গল্পটা দেখানো হচ্ছে তা উপভোগ করুন।’ এখন খবর, মিঠাই মা হওয়ার মধ্যে দিয়ে লিপ নেবে গল্প। হয়তো আর দেখা যাবে দাদাই আর ঠাম্মির চরিত্রগুলোও। তবে দর্শকদের মনোরঞ্জনের চেষ্টা এত সহজে ছাড়বে না টিম ‘মিঠাই’।