মহানগর ডেস্ক : এয়ারপোর্ট তালিকার চোখটা যদি না রাখা যায় তাহলে এই মুহূর্তে সোশ্যাল মাধ্যমে সবথেকে চর্চিত ধারাবাহিক মিঠাই। কারণ তাদের ফ্যান ফলোয়ার কিছুতেই কমতে চায় না। টাইম টাইম থেকে সরিয়ে দেওয়ার পরেও ধারাবাহিকের জনপ্রিয়তে কিন্তু সকলের থেকে বেশি। তবে সময় থেকে সরিয়ে দেওয়া আদতে সাপে বর হয়েছে বলে মনে করছেন ধারাবাহিক প্রেমীরা। কারণ বিকেল ছয়টায় যেতেই ফের ধারাবাহিক স্লট লিড করতে শুরু করেছে। প্রতিপক্ষ নবাব নন্দিনী দাঁড়াতে পারছে না মিঠাইয়ের কাছে। এর মাঝেই এলো নতুন বোম।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ধারাবাহিকের নতুন প্রমো। সেখানে দেখা যাচ্ছে গুন্ডারা তাড়া করেছে মিঠি এবং সিদ্ধার্থকে। প্রাণ বাঁচাতে তারা এক সর্বজনীন বিয়ের অনুষ্ঠানে এসে হাজির হয়। সেখানে তাদের বরকনে ভেবে জোর করে বিয়ের পোশাক পরিয়ে মন্ডপে বসে দেয় কর্মকর্তারা। আর গুন্ডাদের হাত থেকে বাঁচতে বিয়ের পথে হাঁটতে বাধ্য হয় সিড-মিঠি।
এতেই উত্তেজিত মিঠাই দর্শকরা। কেউ আবার মিঠাইকে ছেড়ে মিঠিকে বিয়ের পিঁড়িতে মেনে নিতে পারছেন না। সব মিলিয়ে একেবারে রে রে কাণ্ড ধারাবাহিকে। উল্লেখ্য ধারাবাহিকে দেখানো হয়েছে আগুনে পুড়ে মারা গিয়েছে মিঠাই। তবে তার মৃতদেহ সামনে আনা হয়নি। তাই ধরে নেওয়া হচ্ছে সে বেঁচে আছে। যদিও মোদক পরিবার বিশ্বাস করে মিঠাই মারা গিয়েছে। বউয়ের হত্যাকারীদের খুঁজতে পুলিশে যোগ দিয়েছেন সিদ্ধার্থ। অন্যদিকে মিথাই এবং সিদ্ধার্থের ছেলেকে পড়াতে হাজির হয়েছে মিঠি নামের একটি মেয়ে যাকে দেখতে অবিকল মিঠাইয়ের মত। এবং তার হাফ ভাবও অনেকটা একরকম।