Home Entertainment Mithai : দর্শকদের অপছন্দের কারণেই কি প্রাইম টাইম থেকে সরে যেতে হচ্ছে মিঠাইকে? কি বললেন পরিচালক?

Mithai : দর্শকদের অপছন্দের কারণেই কি প্রাইম টাইম থেকে সরে যেতে হচ্ছে মিঠাইকে? কি বললেন পরিচালক?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : প্রায় দু’ বছর ধরে মনে জায়গা করে নিয়েছে মিঠাই। টানা ৫৬ সপ্তাহ নিজেদের সেরার সিংহাসন আলো করে বসেছিল এই ধারাবাহিক। তবে বেশ কয়েক মাস ধরে সেই জায়গা হারিয়েছে ধারাবাহিক। হাতছাড়া হয়েছে সেরার সেরা সিংহাসন। টিআরপির তালিকাতে চোখ রাখলে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে একটু একটু করে তলানিতে ঠেকছে ধারাবাহিক। আর তার মাঝেই সময় বদলের খবর এলো সামনে। প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মিঠাইরানীকে। তাহলে কি দর্শকদের অপছন্দের কারণেই টিআরপির সঙ্গে সঙ্গে নিজেদের সময় হারাতে হচ্ছে ধারাবাহিককে?

তবে রাত আটটায় যদি দেখা না যায় তাহলে কখন হবে মিঠাই? যদিও পুজোর আগে কানাঘুষা শোনা গিয়েছিল জি বাংলার একটি ধারাবাহিকে বন্ধ করে আসতে চলেছে নিম ফুলের মধু। অনেকেই ভয় পেয়েছিলেন যে মিঠাই বোধহয় এবার বন্ধের মুখে। সেক্ষেত্রে বলে রাখি মিঠাই নয়, শেষ হতে চলেছে পিলু। অন্তত মিঠাইয়ের পরিচালক জানিয়েছেন তেমনটাই। তার কথা অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে সন্ধে ছটায় দেখা যাবে মিঠাই। তবে টিআরপি কমে যাওয়ার কারণে পরিবর্তন-এমনটা মানতে নারাজ তিনি। জানালেন, নতুন ধারাবাহিক দেখানো শুরু হবে। নতুন ধারাবাহিকে জায়গা দিতে যা যা করা উচিত তাই করবো। তবে ভালো কাজ যদি হয় তাহলে ছটা হোক কিংবা আটটা যে সময়তে দেখানো হোক না কেন দর্শকরা পছন্দ করবেন।

উল্লেখ্য, জি বাংলায় নতুন ধারাবাহিক আসছে নিম ফুলের মধু। আগামী ১৪ নভেম্বর থেকে সন্ধ্যা আটটায় দেখা যাবে এই ধারাবাহিকে। এখন দেখার মিঠাইয়ের জায়গায় এই ধারাবাহিক কতটা দর্শকদের নজর কাড়তে পারে।

You may also like