Home Entertainment Mithai : বাজে খবর মিঠাই ভক্তদের জন্য ,বাদ পড়তে চলেছেন ধারাবাহিকের দুই জনপ্রিয় চরিত্র

Mithai : বাজে খবর মিঠাই ভক্তদের জন্য ,বাদ পড়তে চলেছেন ধারাবাহিকের দুই জনপ্রিয় চরিত্র

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : টানা ৫৬ দিন নিজেদের সেরা জায়গা ধরে রেখেছিল মিঠাই। তবে সে সব এখন অতীত। নতুন গল্প যেন মনে ধরছেনা মিঠাই ভক্তদের। বেশ কয়েকদিন ধরে টিআরপির তালিকাতেও একেবারে তলানিতে। দিন দিন যেন লিষ্টের আরো নিচে যাচ্ছে মিঠাই। এতদিন ধরে চ্যানেলের প্রাইম টাইমে এই ধারাবাহিক দেখানো হলেও এবার সেই জায়গাও হাতছাড়া। আগামী মাস থেকেই নিজেদের শ্লট ছাড়তে হচ্ছে ধারাবাহিককে। তার জায়গায় চ্যানেল আনতে চলেছে নতুন ধারাবাহিক নিম ফুলের মধু। তাহলে কি মিঠাই এর উপর আর ভরসা করতে পারছেনা জি বাংলা। যদিও তেমনটা মানতে নারাজ ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বন্ধ হতে চলেছে পিলু। সেই জায়গায় আসবে মিঠাই। তবে এখানেই শেষ নয়। আরো বড় ধাক্কা অপেক্ষা করছে মিঠাই ভক্তদের জন্য। শোনা যাচ্ছে মিঠাই ধারাবাহিকের দুই জনপ্রিয় চরিত্র বাদ পড়তে চলেছে পরের মাস থেকে। কানাঘুষো শোনা যাচ্ছে বেশ কয়েক বছর ধারাবাহিক এগিয়ে নিয়ে যেতে চান পরিচালক। যে কারণে ধারাবাহিকের অন্যতম দুই চরিত্র দাদু এবং ঠাম্মার চরিত্রের দাড়ি পড়তে চলেছে। আজ্ঞে হ্যাঁ।

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আর দেখা যাবে না বিশ্বনাথ চক্রবর্তী এবং স্বাগতা বসুকে। আর এই খবর সামনে আসার পরেই বেজায় মন খারাপ মিঠাই ভক্তদের। তারা একেবারেই চায়না পরিবারটা এমন ভাবে ভেঙে যাক। তার থেকে যদি শেষ করে দেয়া হয় তাও ভাল। আবার কেউ কেউ চ্যানেলকে রীতিমতো হুমকি দিয়েছেন এমন কিছু করার চিন্তা ভাবনা থাকলে জি বাংলাকে বয়কট করবে তারা। এখন দেখার শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে অটল থাকে চ্যানেল।

You may also like