Home Featured Mithun Chakraborty: ২ দিনের বঙ্গ সফরে মহাগুরু, রয়েছে একাধিক কর্মসূচি 

Mithun Chakraborty: ২ দিনের বঙ্গ সফরে মহাগুরু, রয়েছে একাধিক কর্মসূচি 

by Anamika Nandi
Mithun Chakraborty: ২ দিনের বঙ্গ সফরে মহাগুরু, রয়েছে একাধিক কর্মসূচি 

মহানগর ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে বিমান বন্দরে পা রাখলেন মহাগুরু (Mithun Chakraborty)। রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, সোমবার অথবা মঙ্গলবার বঙ্গে আসতে পারেন মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার বিকেলে তিনি যেতে পারেন বিজেপির রাজ্য দফতরে। সেই কথাই সত্যি করে সোমবার সকালে কলকাতায় এসে হাজির হলেন মিঠুন।

জানা গিয়েছে, দলীয় কর্মসূচি প্রবাসে অংশ নিতে আজ কলকাতায় আসেন তিনি। সোমবার সকাল ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন মিঠুন চক্রবর্তী। এরপরেই তাঁকে ঘিরে ধরে সাংবাদিকরা। নানান ধরনের প্রশ্ন উঠে আসে তার মুখের সামনে। কিন্তু কোন প্রশ্নেরই জবাব দেন না মহাগুরু। শুধু তিনি জানান, তিনি শারীরিকভাবে এখনও অসুস্থ। পরে তিনি সব কথার উত্তর দেবেন।

আরও পড়ুন : এ কোন ভুবন? কাঁচা বাদাম ভুলে এবার পালাগানে মজলেন নাকি?

বর্তমানে মিঠুন চক্রবর্তী রয়েছেন হোটেলে। এখনও তার কর্মসূচি সম্পর্কে কিছু জানা যায়নি। তার ঘনিষ্ঠ মহলসূত্রে বা বিজেপি সূত্রে যদি কিছু বলা হয় তবে জানা যাবে তার কর্মসূচীর বিষয়। দুদিনের বঙ্গ সফরে এসেছেন মহাগুরু। যে হোটেলে উঠেছেন তিনি, সেই হোটেলে এখনও পর্যন্ত রাজ্য বিজেপির কোনও নেতৃত্বকে দেখতে পাওয়া যায় নি। এমনকি কোনও নেতাকেই দেখতে পাওয়া যায়নি।

২০২১ নির্বাচনের আগে বিজেপির হাত শক্ত করতে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী।

You may also like