মহানগর ডেস্ক: সোমবার বঙ্গে পা রেখেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এই দিনেই তিনি বিকেলে বিজেপির রাজ্য দফতরে যান এবং সেখানে সুকান্ত মজুমদারের সঙ্গে একান্তে বৈঠক করেন। সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন ফাটাকেষ্ট। এবার সেই নিয়েই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপিরই অংশ মিঠুন দাবি দিলীপ ঘোষের।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানিয়েছেন, এর আগেও মিঠুন চক্রবর্তী কলকাতায় এসেছিলেন। নির্বাচনের সময় ময়দানে নেমে প্রচারও করেছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে। তাঁকে রীতিমত ভয় দেখানো হয়েছিল। মিঠুন চক্রবর্তী সংস্কৃতি জগতের মানুষ। বাংলার জন্য তাঁর কিছু করার ইচ্ছে রয়েছে। বর্তমানে যা চলছে রাজ্যে তা নিয়ে বেশ চিন্তিত মিঠুন চক্রবর্তী। এ বিষয়ে দিলীপ ঘোষের সঙ্গেও কথা হয়েছে মহাগুরুর।
আরও পড়ুন : ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ,নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর
পাশাপাশি মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিজেপি নেতা আরও জানিয়েছেন, মিঠুনদার বয়স অনেক। কিন্তু তার মনের ভেতরে অদম্য ইচ্ছে রয়েছে বাংলার জন্য। তাঁর মধ্যে একটি আলাদাই জোশ কাজ করে। বিজেপির মধ্যে দিয়ে বাংলার উন্নয়ন করতে চান মিঠুন চক্রবর্তী।
দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, তলানিতে এসে ঠেকেছে বিজেপি। গেরুয়া শিবির এক এক সময় একেক জন নেতাকে নিয়ে এসে বাংলায় সভা জমানোর ইচ্ছে হয়। আর তাতে তাদের মনে হয় এবার হয়তো তারা বাংলায় বিরাট কোনও আসনে জিতবে। কিন্তু তা হয় না।