Home Uncategorized Mobile Ban In Temples : তামিলনাডুর সমস্ত মন্দিরে মোবাইল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা মাদ্রাজ হাইকোর্টের

Mobile Ban In Temples : তামিলনাডুর সমস্ত মন্দিরে মোবাইল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা মাদ্রাজ হাইকোর্টের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: তামিলনাডুর কোনও মন্দিরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না (Mobile Ban In Temples) । ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় মোবাইল ফোন নিয়ে মন্দিরে ঢোকার ব্যাপারে নিষধাজ্ঞা জারি করল মাদ্রাজ হাইকোর্ট (Order By Madras High Court)। মন্দিরে ঢোকার আগে দর্শনার্থীদের মোবাইল রাখতে হবে মন্দিরে তৈরি করা লকারে। নির্দেশ পালনের জন্য নিরাপত্তারক্ষী নিয়োগেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুব্রামনিয়ম স্বামী মন্দিরে মোবাইল নিয়ে দর্শনার্থীদের ঢোকা নিষিদ্ধ করতে এক আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেয় তামিলনাডুর উচ্চতর আদালত। আদালতে আবেদনকারী জানান মোবাইল ফোন সাধারণ দর্শনার্থীদের মনোযোগ অন্যদিকে চালিত করে এবং দেবদেবীর ছবি তুলে মন্দিরের নিয়ম ভঙ্গ করে থাকে।

আবেদনকারী আরও জানান ছবি তোলা মন্দিরের নিরাপত্তা বিঘ্নিত করে এবং অনুমতি ছাড়া মহিলাদের ছবিও তুলে থাকেন অনেকে। এমনকী মন্দিরে ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট পোশাক বিধি রুজু করা দরকার। তাঁর আবেদনের প্রেক্ষিতে গোটা তামিলনাডু জুড়ে মন্দিরে মোবাইল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে দিল্লির জামা মসজিদে বাড়ির লোক ছাড়া সেখানে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল মসজিদ কর্তৃপক্ষ। যদিও মসজিদ কর্তৃপক্ষের ফতোয়া ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দিল্লির মহিলা কমিশন ইমামকে নোটিস পাঠানোর কথাও জানায়। যদিও চাপের মুখে নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হয় জামা মসজিদ কর্তৃপক্ষ। তবে এবার তামিলনাডুর মন্দিরে মোবাইল নিয়ে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

You may also like