Home Featured Sri Lanka: চরমে দ্বীপরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি, আলোচনায় সর্বদল বৈঠকের ডাক মোদির

Sri Lanka: চরমে দ্বীপরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি, আলোচনায় সর্বদল বৈঠকের ডাক মোদির

by Anamika Nandi
Sri Lanka: চরমে দ্বীপরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি, আলোচনায় সর্বদল বৈঠকের ডাক মোদির

মহানগর ডেস্ক: অর্থনৈতিক সংকট চরমে পৌঁছেছে দ্বীপরাষ্ট্রে (Sri Lanka)। এবার সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা সারতে সর্বদল বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার(Central Government)। প্রতিবেশী দেশের আর্থিক ও রাজনৈতিক অস্থিরতার মাঝে আগামী মঙ্গলবার বৈঠকে বসবে ভারত। যেখানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশ মন্ত্রী এস জয়শংকর সহ আরও অনেকে।

জানা গিয়েছে, দক্ষিণ ভারতের দুই রাজনৈতিক দল ডিএমকে এবং এআইডিএমকের প্রস্তাব মেনেই বৈঠক হবে। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে একটি সর্বদলীয় বৈঠক হয়। সেখানেই দ্বীপরাষ্ট্র নিয়ে আলোচনার কথা জানিয়েছে দুই দল। শ্রীলঙ্কায় প্রচুর তামিলিয়ান বসবাস করেন। দেশের দুরাবস্থার ফলে সেখানে তাদের বেহাল দশা। এই আবহছ ভারতের হস্তক্ষেপ নিয়েই আলোচনা করা হবে বৈঠকে। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের জোটসঙ্গী এবং তামিলনাড়ুর শাসক দল ডিএমকের সংসদদের প্রস্তাব মেনে বৈঠক করা হচ্ছে।

বিগত কয়েকদিনে শ্রীলঙ্কার রাজনৈতিক মহলে বদল এসেছে। আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হতে দেখে দেশ ছেড়ে পালান গোতাবায়া রাজাপক্ষে। বদল ঘটেছে প্রধানমন্ত্রীর। তবুও আর্থিক সাহায্য পাঠানো হয়েছে দীপরাষ্ট্রে। কিন্তু দেশের আর্থিক অবস্থার উন্নতি ঘটেনি। প্রথমে শোনা গিয়েছিল, দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন রাজাপক্ষে। তারপর জানা য়ায়, লঙ্কাবাসীদের বিক্ষোভ থামাতে দ্বীপরাষ্ট্রে সেনা পাঠাবে ভারত। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে এদিন বৈঠকের কথা জানিয়েছে নয়া দিল্লি। উল্লেখ্য, রবিবার ১০০ দিনে পা রেখেছে শ্রীলঙ্কাবাসীদের বিক্ষোভ। নতুন প্রেসিডেন্ট এসে দেশের হাল ধরবেন বলে আশাবাদী আমজনতা। দেখার মঙ্গলবারের বৈঠকে কী সিদ্ধান্ত নেয় ভারত।

You may also like