Home Featured Shashi Tharoor: ‘ভারতীয় সংসদের চেয়ে বিদেশি সংসদে বেশি বক্তৃতা দেন মোদি’, কটাক্ষ থারুরের

Shashi Tharoor: ‘ভারতীয় সংসদের চেয়ে বিদেশি সংসদে বেশি বক্তৃতা দেন মোদি’, কটাক্ষ থারুরের

by Anamika Nandi
Shashi Tharoor: 'ভারতীয় সংসদের চেয়ে বিদেশী সংসদে বেশি বক্তৃতা দেন মোদি', কটাক্ষ থারুরের

মহানগর ডেস্ক: পার্লামেন্টে অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা কংগ্রেস সাংসদের। শশী থারুরের (Shashi Tharoor) কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সংসদের চেয়ে বিদেশী সংসদে বেশি কথা বলে থাকেন। একটি বই লঞ্চ ইভেন্টের সময় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু এবং বর্তমান প্রধানমন্ত্রীর (Narendra Modi) কাজের শৈলির তুলনা করেছেন হাত-শিবিরের সাংসদ।

গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও বাক স্বাধীনতার বিষয়ে নেহরু-মোদির আদর্শের তুলনা করেছেন থারুর। তাঁর বক্তব্য, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সংসদের চেয়ে বিদেশি সংসদে বেশি বক্তৃতা দিয়েছেন, যা নেহরুর বিপরীত”। ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের কথা স্মরণ করে কংগ্রেস সাংসদ বলেছেন, ‘যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু সংসদ অধিবেশন ডেকে সমস্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে আজ চিনে, বিশেষ করে গালওয়ান উপত্যকায় যা ঘটছে তা নিয়ে আমাদের প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না’।

প্রসঙ্গে থারুর আরও বলেছেন যে, ২০ জন ভারতীয় সৈন্য প্রাণ হারানো সত্ত্বেও ভারত-চিন ইস্যু নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় কোনও আলোচনা হয়নি। একদিকে বাদল অধিবেশনের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী পক্ষ। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, জিএসটি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে গ্র্যান্ড ওল্ড পার্টি। এমনকি সম্প্রতি কালো জামাকাপড় পরে সংসদ চত্বরে ভিড় জমায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। এর মাঝে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ। মূলত থারুর বলতে চেয়েছেন, নিজের সংসদের চেয়ে বিদেশী সংসদকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন নরেন্দ্র মোদি।

You may also like