Home Featured Assaduddin Owaisi: ‘সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছেন মোদি’, প্রধানমন্ত্রীর অশোক স্তম্ভ উন্মোচনে মন্তব্য ওয়েইসির

Assaduddin Owaisi: ‘সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছেন মোদি’, প্রধানমন্ত্রীর অশোক স্তম্ভ উন্মোচনে মন্তব্য ওয়েইসির

by Anamika Nandi
Assaduddin Owaisi: 'সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছেন মোদি', প্রধানমন্ত্রীর অশোক স্তম্ভ উন্মোচনে মন্তব্য ওয়েইসির

মহানগর ডেস্ক: সোমবার নতুন সংসদ ভবনের ছাদে ব্রোঞ্জের তৈরি ৬.৫ মিটার অশোক স্তম্ভ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যার পরেই নানা ধরনের মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা-নেত্রীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের কেউ আমন্ত্রিত না থাকায়, অসন্তুষ্ট হয়েছে হাত শিবির। অন্যদিকে এআইএমআইএম প্রধান আসাদ উদ্দিন ওয়েইসি (Assaduddin Owaisi) প্রধানমন্ত্রী ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করায় নিন্দা প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, মূর্তিটি উন্মোচন করা উচিত ছিল লোকসভার স্পিকারের।

এদিন টুইটারে ওয়েইসি লেখেন, ‘সংবিধানে সংসদ, সরকার এবং বিচার বিভাগের ক্ষমতা পৃথক করা আছে। সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবনের উপরে জাতীয় প্রতীক উন্মোচন করা উচিত হয়নি। তিনি সমস্ত সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছেন। লোকসভার স্পিকার লোকসভাকে প্রতিনিধিত্ব করে। তিনি কোনও নিচুতলার সরকারি কর্মচারী নন’।

অন্যদিকে প্রাক্তন কংগ্রেস সাংসদ সন্দীপ দীক্ষিত বলেছেন যে, ‘বিরোধী দলগুলিকেও এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো উচিত ছিল। কারণ সংসদ কোনও সরকারের অন্তর্গত নয়। এটি একটি ভালো জিনিস যে, একটি নতুন সংসদ তৈরি করা হচ্ছে। আমি আশা করেছিলাম যে, বিরোধী দলগুলিকেও এই অনুষ্ঠানের জন্য ডাকা হবে। নতুন সংসদ ভবনে অশোক স্তম্ভ উন্মোচন করার পরেই বিরোধীদের আমন্ত্রণ না জানানোর বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস।

আরও পড়ুন: ‘১,২,৩… ২৭’ একটি অটোর ভিতরে এত লোক! এল কোথা থেকে?

প্রসঙ্গে অসম কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের আমন্ত্রণ জানানো উচিত ছিল। রাজনীতির শোম্যান হওয়ার চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী। এটি কোনও দলীয় কর্মসূচি নয়, বরং সমগ্র দেশের বিষয়। তিনি প্রশ্ন তুলেছেন, কেন এক্ষেত্রে বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়নি? তাঁর বক্তব্য, একজন স্বৈরচারী শাসকের মতো শাসন করছেন প্রধানমন্ত্রী।

You may also like