মহানগর ডেস্ক: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) দেশের সবচেয়ে দুর্বল ও অদক্ষ প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)। তাঁর বক্তব্য, এই মুহূর্তে কেন্দ্রে একটি ডবল ইঞ্জিন নন-বিজেপি সরকার প্রয়োজন। প্রসঙ্গে তিনি বলেছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ৭০-এর দশকে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য যথেষ্ট সাহসী ছিলেন। যেখানে এখন দেশে মোদির শাসনামলে একটি অঘোষিত জরুরি অবস্থা রয়েছে। তাঁর কথায়, মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকার দুর্নীতিগ্রস্ত।
এদিন প্রধানমন্ত্রীর দিকে তোপ দেগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘নরেন্দ্র মোদি সরকারের যাওয়া উচিত এবার এবং একটি অ-বিজেপি সরকারের আসা উচিত। নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। আমরা ডবল ইঞ্জিন সরকারের জন্য, ডবল ইঞ্জিন বৃদ্ধির জন্য আপনার প্রস্তাব গ্রহণ করি। এখন জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত কোন ডবল ইঞ্জিন সরকারের আসা উচিত। তথ্য ও পরিসংখ্যান স্পষ্টভাবে বলে যে, দেশে একটি নন-বিজেপি ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন রয়েছে’। পাশাপাশি তাঁর বক্তব্য, অ-বিজেপি সরকারগুলি বিজেপি শাসিতের চেয়ে বেশি প্রগতিশীল।
আরও পড়ুন : স্ত্রীকে কুপিয়ে খুন,অস্ত্র হাতে থানায় আত্মসমর্থন স্বামীর
স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। তিনি তাঁর নীতির বিরুদ্ধে ছিলেন। তাঁর মত অদক্ষ ও দুর্বল প্রধানমন্ত্রী আর কেউ নন। কে চন্দ্রশেখর রাওয়ের বক্তব্য, ‘আপনিও আপনার সরকারের নীতির কারণে ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। ‘মেকিং ইন্ডিয়া’ উদ্যোগটি একটি বড় ব্যর্থতা। অগ্নিপথ প্রকল্পের জেরে দেশজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। সেনাবাহিনীতে তরুণ প্রজন্ম দরকার ঠিকই, কিন্তু সেইসঙ্গে আমাদের দেশের জন্য একজন তরুণ প্রধানমন্ত্রী দরকার’। তাঁর অভিযোগ, জিডিপির পতন, জ্বালানির মূল্যবৃদ্ধি, বেকারত্বের হার বৃদ্ধি সবই কেন্দ্রের বর্তমান সরকারের অদক্ষতাকে প্রকাশ করছে।