Home Featured Modi-Jinping: আগামী সেপ্টেম্বরে মোদি-জিনপিংয়ের বৈঠক, আলোচ্য বিষয় হতে পারে পূর্ব লাদাখ সংঘাত!

Modi-Jinping: আগামী সেপ্টেম্বরে মোদি-জিনপিংয়ের বৈঠক, আলোচ্য বিষয় হতে পারে পূর্ব লাদাখ সংঘাত!

by Anamika Nandi
Modi-Jinping: আগামী সেপ্টেম্বরে মোদি-জিনপিংয়ের বৈঠক, আলোচ্য বিষয় হতে পারে পূর্ব লাদাখ সংঘাত!

মহানগর ডেস্ক: আগামী সেপ্টেম্বরেই চিনের প্রেসিডেন্টের (China President) সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পূর্ব লাদাখ সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) সংঘাত মিটমাট করতে ১৫-১৬ সেপ্টেম্বর সমরখন্দে অনুষ্ঠিত হতে চলেছে এসসিও সম্মেলন। যার ফাঁকে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা আছে নমোর।

এর আগে ২০১৭-এ হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদি ও জিনপিংয়ের বৈঠক হলে ডোকলাম সমস্যার সমাধান হয়েছিল। যার ফলে সেপ্টেম্বরের বৈঠক নিয়ে সবার মধ্যেই একটা আশা রয়েছে। ২০১৯-এর পর থেকে দুই রাষ্ট্রনেতার সেভাবে সাক্ষাৎ হয়নি। লাল ফৌজ ২০২০-এর ৫ মে প্যাংগং সো-এর উত্তর তীরে, তারপর ১৭ মে পূর্ব লাদাখ সেক্টরে গালওয়ান, খুগরাং-এ স্থল অবস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে।

বিদেশ মন্ত্রী এস জয়শংকর আগামী সপ্তাহে সমরখন্দে যাচ্ছেন। ২৯ জুলাই বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের বৈঠকে বসার কথা রয়েছে সেখানে। যেখানে চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে আলাদা করে সাক্ষাৎ সারতে পারেন জয়শংকর। গত ৭ জুলাই বালিতে অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মেলনে ওয়াং ওয়াইয়ের সঙ্গে বৈঠক করেছেন এদেশের বিদেশমন্ত্রী। সেখানে লাদাখ সীমান্তের উত্তেজনা নিয়ে কথা হয়েছে দুই পক্ষের মধ্যেই।

কিন্তু উত্তর-পূর্ব ভারতের একাধিক সীমান্তে লাল ফৌজের আগ্রাসন অব্যাহত রয়েছে। এই আবহে মোদি ও জিনপিংয়ের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সকলে। আসন্ন এসসিও সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সহ প্রধানমন্ত্রী মোদি ও অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও মোদির আলাদা করে বৈঠক করার সম্ভাবনা রয়েছে।

 

You may also like