Home Featured Modi-Putin: রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা মোদির, আলোচনায় উঠে এল ইউক্রেন ইস্যু 

Modi-Putin: রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা মোদির, আলোচনায় উঠে এল ইউক্রেন ইস্যু 

by Anamika Nandi
Modi-Putin: রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা মোদির, আলোচনায় উঠে এল ইউক্রেন ইস্যু 

মহানগর ডেস্ক: শুক্রবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে নমোর। সেই সঙ্গে এই পরিস্থিতিতে ভারতের অবস্থানের কথা জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, বিশ্বব্যাপী শক্তি এবং খাদ্য বাজারের অবস্থা প্রসঙ্গে আলোচনা করেছে দুই নেতা।

প্রধানমন্ত্রী মোদির কার্যালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘কৃষিজ পণ্য, সার এবং ফার্মা সামগ্রীর দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও বাড়াতে মতবিনিময় করেছেন মোদি ও পুতিন। সেইসঙ্গে খাদ্য বাজারের অবস্থা সহ বিশ্বের একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের মধ্যে। গত বছর ভারত সফরে এসেছিলেন পুতিন। কিছু ক্ষেত্রে দুই শীর্ষ নেতা ঐক্যমতে পৌঁছান। এদিন পুতিনকে সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর করার আর্জি জানিয়েছেন নমো। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলাকালীন সেদেশ থেকে অপরিশোধিত তেল বাজারের দিয়ে কম দামে নিয়েছে ভারত। যা নিয়ে পশ্চিমে দেশগুলির আক্রমণের মুখে পড়েছে নয়া দিল্লি। তবে জাতীয় স্বার্থের কথা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে, দাবি করেছে দেশ।

আরও পড়ুন: পানিহাটির ছবি কালনার রথযাত্রায়, পদপৃষ্ঠে আহত একাধিক

এদিন বৈশ্বিক ইস্যু সহ জ্বালানি এবং খাদ্যের বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। পাশাপাশি ইউক্রেনে যুদ্ধ থামানোর জন্য পুতিনকে পরামর্শ দিয়েছেন মোদি। দুই নেতাই বাণিজ্যিক আমদানি রফতানি বৃদ্ধির ক্ষেত্রে জোর দিয়েছেন সার ও ঔষধি ক্ষেত্রকে। শুক্রবার ফোনে কথা বলার সময় দ্বিপাক্ষিক স্তরের বহু বিষয়ে কথা বলেছেন মোদি-পুতিন।

You may also like