Home Featured Mohammad Zubair: ২০১৮-র টুইট মামলায় জামিনের জন্য দিল্লি আদালতের দ্বারস্থ জুবের

Mohammad Zubair: ২০১৮-র টুইট মামলায় জামিনের জন্য দিল্লি আদালতের দ্বারস্থ জুবের

by Anamika Nandi
Mohammad Zubair: ২০১৮-র টুইট মামলায় জামিনের জন্য দিল্লি আদালতের দ্বারস্থ জুবের

মহানগর ডেস্ক: অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের (Mohammad Zubair) সোমবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে জামিনের জন্য আবেদন করেছেন। ২০১৮ সালে একটি টুইটের কারণে তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশের বিশেষ সেল মামলা দায়ের করেছে। যেখানে বলা হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি।

সূত্র অনুযায়ী, আগামীকাল এই নিয়ে শুনানি হবে। অন্যদিকে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার একটি আদালত জুবেরকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। গত বছরের নভেম্বরে তাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়। আদালত জানিয়েছে, ১৩ জুলাই তাঁর জামিনের আবেদন শোনা হবে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন জুবের। ২৭-এ জুন দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর ৩৩ বছর বয়সী এই সাংবাদিককে লখিমপুর খেরি আদালতে হাজির হতে বলা হয়।

উল্লেখ্য, পয়গম্বর বিতর্ক চলাকালীন নাম উঠে আসে এই সাংবাদিকের। ফ্যাট চেকার হিসেবে পরিচিত তিনি। ২০১৮-তে একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে। যার পর তাঁর গ্রেফতারিতে তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস, তৃণমূল সহ বিজেপি বিরোধী দলগুলি। এদিকে ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত অভিযোগে জুবেরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সীতাপুর থানায়। আপাতত সেই মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। শীর্ষ আদালতের পক্ষ থেকে তাঁকে সোশ্যাল মিডিয়া পোস্টিং থেকে দূরে থাকতে বলা হয়েছে।

You may also like