Home Featured Mohammad Zubair: আপাতত জেলেই থাকতে হবে জুবেরকে, পিছিয়ে দেওয়া হল শুনানির দিন 

Mohammad Zubair: আপাতত জেলেই থাকতে হবে জুবেরকে, পিছিয়ে দেওয়া হল শুনানির দিন 

by Anamika Nandi
Mohammad Zubair: আপাতত জেলেই থাকতে হবে জুবেরকে, পিছিয়ে দেওয়া হল শুনানির দিন 

মহানগর ডেস্ক: গতকাল পাটিয়ালা হাউস কোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন মহম্মদ জুবের (Mohammad Zubair)। আজ, মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দিয়েছে কোর্ট। অন্যদিকে শীর্ষ আদালত (Supreme Court) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামিন দিয়েছে তাঁকে। আগামী ৭ সেপ্টেম্বর ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। একদিকে জামিনের মেয়াদ বাড়লেও, অপর একটি মামলায় তার জামিনের আবেদন নিয়ে শুনানি এখনও হয়নি। অগত্যা জেলেই থাকতে হবে অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতাকে।

উল্লেখ্য, সীতাপুর থানায় দায়ের হওয়া মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জুবের। চলতি মাসের ৮ তারিখ ৫ দিনের জন্য তাঁর জামিন মঞ্জুর করেছিল আদালত। মঙ্গলবার ফের শুনানি শুরু হলে জানিয়ে দেওয়া হয়, তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। অন্যদিকে ২০১৮-র একটি টুইট নিয়ে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে দু’দিন।

মূলত হিন্দুত্ববাদী নেতাদের ‘বিদ্বেষী’ বলে অভিহিত করার অভিযোগে সীতাপুর থানায় অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। যার জন্য তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদই বৃদ্ধি করা হয়েছে। সূত্র অনুযায়ী, আদালতের কাছে রিপোর্ট পেশ করার জন্য সময় চেয়েছিলেন কেন্দ্রের আইনজীবী। তাঁকে ৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যার দরুন জুবেরের জামিনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে।

এদিকে টুইটের মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে পাটিয়ালা হাউস কোর্টে। সেখানেও জামিনের আবেদন করেন তিনি। আদালত জানিয়েছে, সেই শুনানি হবে ১৪ জুলাই।

You may also like