মহানগর ডেস্ক : চতুর্দিক জুড়ে আলোর উৎসবে মেতেছে সবাই। তবে সবাই যখন কালিপুজোর ব্যস্ততায় মেতেছেন সেখানে টলিপাড়ার নায়িকা মনামী ব্যস্ত বাড়ির লক্ষ্মীপূজোয়। কালীপুজোর দিনেই তার বাড়িতে হয় লক্ষ্মী দেবীর আরাধনা। অলক্ষীকে বিদায় দিয়ে, নতুন করে পাতায় লক্ষ্মীর ঘট।
দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের তিনতলা বাড়ি মনামীর। যার একদম উপরের ঘরে থাকেন দেবী লক্ষী। প্রত্যেক বছরের মতোই এ বছরেও চরম ব্যস্ত নায়িকা। সকাল থেকে কাজ করছেন একে একে। দম ফেলার বিন্দুমাত্র সময় নেই তার। তবে প্রত্যেক বছর কালিপুজোর দিনে হলেও এ বছর এমন তিথি পড়েছে তেমন ভাবেই হবে লক্ষ্মীপুজো জানালেন নায়িকা।
পুজোর আগের দিন থেকে নিরামিষ খাবার খাওয়া হয় বাড়িতে। পুজোর দিন প্রসাদে কী কী থাকবে এও জানালেন মনামী। অভিনেত্রীর কথা অনুযায়ী অনেকেই এই লক্ষী-পুজোয় আমিষ খায়। তবে তাদের বাড়িতে খিচুড়ি ভোগ দেওয়া হয়। সারা বাড়ি সাজানো হয়েছে আলো দিয়ে। তবে মা লক্ষ্মীর জন্য রয়েছে এবছর এক বিশেষ উপহার। ধন সোনার মুকুট কেনা হয়েছে মা লক্ষ্মীর জন্য। এমনকি জানালেন যাদের সঙ্গে তার নিত্য ওঠাবসা তারাই শুধু খাওয়া দাওয়া করবেন তার বাড়িতে।
উল্লেখ্য এই মুহূর্তে ডান্স ডান্স জুনিয়র এর মঞ্চে বিচারকের আসনে দেখা যাচ্ছে মনামী ঘোষকে। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনে কাজেও ব্যস্ত তিনি। আপাতত যাবতীয় ব্যস্ততা ভুলে সময় দিচ্ছেন বাড়িকে।