Home Top Stories Manik Bhattacharya: রবিবারের পর সোমবার, পরপর দু’দিন স্বাস্থ্য পরীক্ষা মানিকের!

Manik Bhattacharya: রবিবারের পর সোমবার, পরপর দু’দিন স্বাস্থ্য পরীক্ষা মানিকের!

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: রবিবারের পর ফের সোমবার, স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হল পলাশি পাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। জানা গিয়েছে, ইডির হেফাজতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

নিয়োগ দুর্নীতি মামলা একাধিক ক্ষেত্রে তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে মানিক ভট্টাচার্যের নাম। গত ১০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে রাতভোর টানা জিজ্ঞাসাবাদের পর তদন্তের কাছে অসহযোগিতার জন্য মানিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকেই হেফাজতে রয়েছেন তিনি। তদন্তের একাধিক খাতে উঠে আসছে তাঁর নাম।

এরই মধ্যে গতকাল অর্থাৎ রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য মানিক ভট্টাচার্যকে ইডির তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছিল জোকার ইএসআই হাসপাতালে। ইডি সূত্রের খবর, পর্ষদের প্রাক্তন সভাপতি শরীরের সমস্যা নতুন নয়, বেশ কিছুদিন ধরেই তাঁর শরীরে কিছু সমস্যা দেখা দিচ্ছে। আজ তাঁর স্বাস্থ্য পরীক্ষা স্বাভাবিক রুটিন মাফিকই। কারণ গতকাল অর্থাৎ রবিবার তাঁর কিছু স্বাস্থ্য পরীক্ষা বাকি থেকে গিয়েছিল। তাই আজ ফের নিয়ে যাওয়া হয়েছে।

You may also like